বদলি নেমে রোনালদোর ঝলক, জিতল পর্তুগাল
আগের ম্যাচেও দলের জয়সূচক গোল করেছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো, সেই গোলে স্পর্শ করেছিলেন ৯০০ গোলের অনন্য মাইলফলক। টানা দ্বিতীয় ম্যাচেও পর্তুগালের নায়ক রোনালদো। এবার স্কটল্যান্ডের বিপক্ষে বদলি নেমে দলকে জিতিয়েছেন তিনি।
রোববার রাতে নিজেদের মাঠে নেশন্স লিগের ম্যাচে পিছিয়ে পড়ে পরে ২-১ গোলে জিতেছে পর্তুগাল। ৭ মিনিটে স্কট ম্যাকটমিনি গোল করে এগিয়ে দেন স্কটল্যান্ডকে। ৫৪ মিনিটে দলকে সমতা ফেরান ব্রুনো ফার্নান্দেজ। ৮৮ মিনিটে জয়সূচক গোল করেন রোনালদো।
এদিন পর ভরপুর গ্যালারিতে সমর্থকদের হতাশ করতে বসেছিল পর্তুগাল। ৭ মিনিটে সতীর্থের ক্রস থেকে দারুণ হেডে বল জালে জড়িয়ে স্কটল্যান্ডকে এগিয়ে নে ম্যাকটমিনি।
এরপর পর্তুগালই খেলেছে দাপট দেখিয়ে, কিন্তু গোল আসছিল না। একের পর এক সুযোগ হারায় তারা। স্কটিশ গোলরক্ষকও হয়ে উঠেন প্রাচীর।
বিরতির পর বক্সের সামান্য বাইরে থেকে ব্রুনো ফার্নান্দেজের বা পায়ের শটে সমতায় আসে পর্তুগাল। ম্যাচ জিততে মরিয়া পর্তুগাল মাঠে নামায় রোনালদোকে। তিনি নেমেই সুযোগ বাড়াতে থাকেন। ৮২ মিনিটে রোনালদোর হেড বারে লেগে ফিরে আসে।
৮৮ মিনিটে মেন্ডেসের ক্রস থেকে পা লাগিয়ে দলকে জয় এনে দেন রোনালদো। এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে এক নম্বর গ্রুপের শীর্ষে উঠেছে পর্তুগাল।
Comments