শুরু হচ্ছে ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২৩

ইস্পাহানি টি লিমিটেডের জেনারেল ম্যানেজার ওমর হান্নান, দ্য ডেইলি স্টারের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস ইমরান কাদির এবং মিডিয়াকম লিমিটেডের সিইও অজয় কুমার কুন্ডু সংবাদ সম্মেলনে এবারের আয়োজনের বিষয়ে তথ্য তুলে ধরেন। ছবি: স্টার

ওটিটি ও ডিজিটাল কনটেন্ট ইন্ডাস্ট্রির অসাধারণ কাজকে স্বীকৃতি দিতে তৃতীয় বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস৷

ইস্পাহানি টি লিমিটেড এবং দ্য ডেইলি স্টার আজ রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে ঘোষণা করল ২০২৩ সালের রিলিজ হওয়া কনটেন্টের মধ্য থেকে সেরা কাজগুলোতে সম্মানিত করার লক্ষেই শুরু হচ্ছে এবারের আয়োজন।

২০২২ সালে যাত্রা শুরু করা এই যাত্রা দেশের বিনোদন ক্ষেত্রকে গঠনকারী শিল্পী, কনটেন্ট নির্মাতা ও উদ্ভাবকদের পথচলাকে স্বীকৃতি দেওয়ার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

আইশা খান। ছবি: স্টার

২০২৩ সংস্করণটি সৃজনশীল উৎকর্ষের ৩০টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরির বিস্তৃত পরিসর নিয়ে এসেছে। এর মধ্যে রয়েছে ফিল্ম ও ড্রামার নয়টি ক্যাটাগরি, সংগীতের তিনটি ক্যাটাগরি, সমালোচকদের মাধ্যমে নির্ধারিত ১২টি ক্যাটাগরি এবং কনটেন্ট নির্মাতাদের সম্মানিত করতে বিশেষ পাঁচটি ক্যাটাগরি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নির্মাতা, শিল্পীসহ বিশিষ্ট ব্যক্তিত্বরা।

ইস্পাহানি টি লিমিটেডের জেনারেল ম্যানেজার ওমর হান্নান, দ্য ডেইলি স্টারের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস ইমরান কাদির এবং মিডিয়াকম লিমিটেডের সিইও অজয় কুমার কুন্ডু সংবাদ সম্মেলনে এবারের আয়োজনের বিষয়ে প্রয়োজনীয় তথ্য তুলে ধরেন।

ইস্পাহানি টি লিমিটেডের জেনারেল ম্যানেজার ওমর হান্নান বলেন, 'ইস্পাহানি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে এই উদ্যোগ বাংলাদেশের সৃজনশীল কমিউনিটিকে আরও শক্তিশালী করবে। আমরা আশা করছি, এটি আরও ইতিবাচক ও উদ্ভাবনী কনটেন্টকে অনুপ্রাণিত করবে এবং নির্মাতাদের অসাধারণ প্রতিভা দিয়ে দর্শকদের মুগ্ধ করার জন্য উৎসাহিত করবে।'

শিহাব শাহীন। ছবি: স্টার

এই আয়োজনে প্রথমবারের মতো অফিসিয়াল বিনোদন সহযোগী হিসেবে থাকছে টিকটক। টিকটক দক্ষিণ এশিয়ার কনটেন্ট অপারেশনের প্রধান পূজা দত্ত বলেন, 'ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডসের সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে টিকটক গর্বিত। এটি একটি প্ল্যাটফর্ম যা সৃজনশীলতা ও সম্প্রদায়কে সমৃদ্ধ করে। আমরা উদ্ভাবনীর এ স্বীকৃতিকে সমর্থন করতে পেরে আনন্দিত।'

দ্য ডেইলি স্টারের চিফ বিজনেস অফিসার তাজদিন হাসান বলেন, 'আমাদের বিনোদন প্রেক্ষাপটে ওটিটি প্ল্যাটফর্মের উত্থান সত্যিই অনবদ্য। ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস শুধু প্রতিষ্ঠিত শিল্পীদের অসাধারণ কাজ উদযাপন করতেই নয়, নতুন প্রতিভাবান শিল্পীদের উৎসাহিত করে আরও উচ্চতায় পৌঁছাতে কাজ করছে।'

এলিটা করিম। ছবি: স্টার

তিনি বলেন, 'এ বছর আমাদের তৃতীয় সংস্করণ এবং আমরা আত্মবিশ্বাসী যে এই শিল্প ভবিষ্যতে আরও নতুন উচ্চতায় পৌঁছাবে।'

আইশা খানের উপস্থাপনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিচালক শিহাব শাহীন, সৈয়দ আহমেদ শাওকী, শঙ্খ দাস গুপ্ত, চরকির হেড অব কনটেন্ট অনিন্দ্য ব্যানার্জী, সংগীত শিল্পী এলিটা করিম, শাহনাজ সুমি, আইশা খান, প্রিয়ন্তী উর্বী, নির্মাতা রাকা নোশিন নাওয়ার প্রমুখ।

সংবাদ সম্মেলনে উপস্থিত নির্মাতা ও শিল্পীদের একাংশ। ছবি: স্টার

 

Comments

The Daily Star  | English
tax collection target for IMF loan

Talks with IMF: Consensus likely on exchange rate, revenue issues

The fourth tranche of the instalment was deferred due to disagreements and now talks are going on to release two tranches at once.

10h ago