‘হালান্ড এখন অপ্রতিরোধ্য’ 

Erling Haaland

নিজের সেরা ছন্দে থাকলে আর্লিং হালান্ড কি করতে পারেন সেটা আগেও একাধিকবার দেখিয়েছেন। এবার মৌসুমের শুরু থেকেই যে তিনি কতটা তেতে আছেন সেই ছাপ রাখলেন। টানা দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিক করে বসলেন নরওজিয়ান তারকা। ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওয়ালা তাই বলছেন হালান্ড এখন অপ্রতিরোধ্য।

শনিবার ওয়েস্ট হ্যামের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে সিটি। দলের হয়ে সবগুলো গোলই করেছেন হালান্ড। এর আগের ম্যাচে আইপস উইচ টাউনের বিপক্ষে ম্যাচেও হ্যাটট্রিক করেছিলেন তিনি।

ওয়েস্ট হ্যামের বিপক্ষে গোলগুলো দেখার মতন। বক্সে বাইরে থেকে কখনো সতীর্থের পাস ধরে ছুটে গিয়েই নিখুঁত ফিনিশিং করছেন, কখনো বক্সের ভেতর বল পেয়ে তীব্র শটে করছেন লক্ষ্যভেদ। আবার প্রতি আক্রমণে গতির ঝড় তুলে ছুটে করছেন বুদ্ধিদীপ্ত ফিনিশিং।

ম্যাচ শেষে গার্দিওয়ালা তাই ভাসছেন হালান্ড বন্দনায় 'প্রথম গোলের বেলায় বেনার্ডো বল কেড়ে (প্রতিপক্ষের পা থেকে) পাস দেয় তার সে গোল দেয়। তৃতীয় গোলের বেলায় যেভাবে জায়গা করে নিয়ে ছুটল, অপ্রতিরোধ্য।'

'মনে হচ্ছিল কোন বন্দুক নিয়ে দাঁড়ালেও তাকে আটকানো সম্ভব না, এতটাই গতিময়, এতটাই শক্তিশালী।'

স্কাই স্পোর্টসকে হালান্ড জানান গত মৌসুম শেষ করে লম্বা ছুটিতে ছিলেন তিনি। নিজের শরীর ও মনকে তরতাজা করেছেন সময় নিয়ে। আর সেটাই কাজে লেগেছে,  'আমি ভালো অনুভব করছি, শক্তিশালী অনুভব করছি। মৌসুমের আগে আমি লম্বা ছুটি কাটিয়েছি। আমার শরীর বিশ্রাম পেয়েছি, আমি আরও বেশি কিছুর জন্য প্রস্তুত।'

Comments

The Daily Star  | English

4 years could be maximum one can go before election: Yunus tells Al Jazeera

Says govt's intention is to hold election as early as possible

37m ago