নিম্ন আদালতের ৮১ বিচারককে বদলি

স্টার অনলাইন গ্রাফিক্স

জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ নিম্ন আদালতের মোট ৮১ জন বিচারককে বদলি করে বিচার ব্যবস্থায় বড় ধরনের রদবদল এনেছে সরকার।

সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনা করে অধস্তন আদালতের বিচারকদের বদলি করা হয়েছে উল্লেখ করে গতকাল বৃহস্পতিবার আইন মন্ত্রণালয় এ বিষয়ে চারটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।

বদলি হওয়া বিচারকদের মধ্যে ৮০ জনকে ৩ সেপ্টেম্বর তাদের নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে এবংএকজন বিচারককে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দায়িত্ব অর্পণের পর ১ সেপ্টেম্বর নতুন অফিসে যোগদান করতে বলা হয়েছে।

এ বিষয়ে জানতে আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

Comments

The Daily Star  | English

Students, teachers declare 'shutdown' at JnU

JnU students have continued their blockade at the capital's Kakrail intersection for the second consecutive day

1h ago