সব প্রকল্প নয়, শ্বেতপত্রে মেগাপ্রকল্পের দিকে আলোকপাত: দেবপ্রিয় ভট্টাচার্য

প্রয়োজনে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বিষয়েও পরামর্শ দেওয়া হবে বলে জানান তিনি।
শ্বেতপত্র প্রকাশের জন্য দায়িত্বপ্রাপ্ত ১২ সদস্যের কমিটির প্রথম বৈঠক। ছবি: সংগৃহীত

দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে শ্বেতপত্র প্রকাশের জন্য দায়িত্বপ্রাপ্ত ১২ সদস্যের কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

কমিটির প্রধান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে আজ বৃহস্পতিবারের এ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সব উন্নয়ন প্রকল্পের পরিবর্তে মেগাপ্রকল্পের দিকে আলোকপাত করা হবে।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, 'মেগাপ্রকল্পগুলো দেখার সময় প্রয়োজন মনে হলে আরও কিছু প্রকল্পের ওপরও আলোকপাত করা হবে।'

প্রয়োজনে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বিষয়েও পরামর্শ দেওয়া হবে বলে জানান তিনি।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, 'এই কমিটি দেশের অর্থনীতির বর্তমান অবস্থার ভিত্তি নির্ধারণে কাজ করবে। অন্তর্বর্তী সরকার এখন কোথায় আছে, তা আমরা চিহ্নিত করার চেষ্টা করব। এটা তাদের সংস্কারের ক্ষেত্রে সাহায্য করবে।'

ঢাকার আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে কমিটির প্রথম বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, আগামী মঙ্গলবার পরবর্তী বৈঠক হবে।

অর্থনীতিকে স্থিতিশীল করতে কৌশলগত উদ্যোগ নেওয়ার অংশ হিসেবে গত সপ্তাহে অন্তর্বর্তীকালীন সরকার অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে। 

কমিটির অপর সদস্যরা হলেন—ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন অধ্যাপক এ কে এনামুল হক, বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফেরদৌস আরা বেগম, ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) নির্বাহী পরিচালক ইমরান মতিন, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সিনিয়র রিসার্চ ফেলো ড. কাজী ইকবাল ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. ম তামিম।

এছাড়া রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সেলিম রায়হান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শারমিন্দ নীলোর্মি, রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) প্রতিষ্ঠাতা তাসনিম সিদ্দিকী ও বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন।

 

Comments

The Daily Star  | English

Yunus to leave for NY on Sept 24

Chief Adviser Prof Muhammad Yunus is set to leave Dhaka for New York to attend the 79th United Nations General Assembly (UNGA) on September 24.

33m ago