প্রধান উপদেষ্টার সঙ্গে সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের মতবিনিময়

ড. মুহাম্মদ ইউনূস ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি প্রতিনিধি দল আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বিএনপি নেতৃবৃন্দ বর্তমান সরকারের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার ভাবনা, নির্বাচন নিয়ে তাদের চিন্তাভাবনা সম্পর্কে মতবিনিময় করেন বলে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র জানিয়েছে।

সভায় প্রধান উপদেষ্টার সঙ্গে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল ও ওয়াহিদউদ্দিন মাহমুদ উপস্থিত ছিলেন। 

বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দীন আহমেদ।

নেতৃবৃন্দ এই সরকারের গৃহীত পদক্ষেপের ব্যাপারে তাদের পূর্ণ সমর্থন জানান। ভবিষ্যতেও এই সমর্থন থাকার কথা জানান তারা।

সরকারের পক্ষ থেকে যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার এবং নির্বাচন প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরুর ঘোষণা দেওয়া হয় সে বিষয়ে তারা অনুরোধ করেন। 

তারা দেশের অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কেও জানতে চান এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে যে শঙ্কা ও সম্ভাবনা আছে সে বিষয়ে একমত পোষণ করেন। 

সবশেষে তারা সরকারের সংস্কার, নির্বাচন সম্পর্কিত এবং অর্থনৈতিক শৃঙ্খলা রক্ষার জন্য ব্যবস্থার ক্ষেত্রে সবাই একসঙ্গে কাজ করার এবং সমন্বিত অংশীদার হওয়ার কথা ব্যক্ত করেন।
 

Comments

The Daily Star  | English
Kudos for consensus in some vital areas

Kudos for consensus in some vital areas

If our political culture is to change, the functioning of our political parties must change dramatically.

3h ago