নির্বাচনের টাইমফ্রেম জানতে চেয়েছে রাশিয়া: আমীর খসরু

আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ফটো

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেছেন রুশ রাষ্ট্রদূত আলেকজান্দার মনতিৎস্কি।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। সাক্ষাতে মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও স্পেশাল অ্যাসিসট্যান্ট টু দ্য চেয়ারপারনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য শ্যামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

ঘণ্টাব্যাপী ওই বৈঠকের পর আমীর খসরু সাংবাদিকদের বলেন, রাশিয়ার রাষ্ট্রদূত আগামী নির্বাচনের সময়সীমা নিয়ে জানতে চেয়েছেন। এছাড়া দুই দেশের মধ্যে ব্যবসা-বানিজ্য, বিনিয়োগ, বৈজ্ঞানিক, জ্বালানি ও সাংস্কৃতিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

আমীর খসরু বলেন, 'বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট…নির্বাচন ইত্যাদি বিষয়ে তারা জানতে চেয়েছে।'

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, 'টাইম ফ্রেম জানতে চেয়েছে…আমরা কোনো টাইমফ্রেম বলিনি। আমরা বলেছি যে, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে এবং তাদের কার্যক্রমে পূর্ণ সমর্থন দিচ্ছি।…যে রিফর্মগুলো নিয়ে আলোচনা হবে সেগুলো তাড়াতাড়ি করে একটা নির্ধারিত সময়ে সুষ্ঠু নির্বাচন হবে।'

আমীর খসরু জানান, বর্তমান অবস্থা এবং ভবিষ্যতে এই সংকট উত্তরণ নিয়ে বিএনপির কী চিন্তা করছে সে সম্পর্কেও বৈঠকে জানতে চান রুশ রাষ্ট্রদূত।

আমীর খসরু বলেন, 'আমাদের তরফ থেকে পরিস্কার বলা হয়েছে যে, বিএনপি সকলের সাথে সম্পর্কে বিশ্বাসী। কোনো বিশেষ দেশ বা আলাদাভাবে আমরা কাউকে দেখি না। সকল দেশের সাথে সম্পর্ক থাকবে এবং বাংলাদেশের মানুষের সাথে রাশিয়ার মানুষের সম্পর্ক থাকবে। দুই দেশের সম্পর্ক থাকবে।'

পর্যটন খাতে রাশিয়ার সঙ্গে সহযোগিতার বিষয় নিয়ে আলোচনার প্রসঙ্গ উল্লেখ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, 'রাশিয়া  একটি বিশাল দেশ। সেখানে ট্যুরিজমের সুযোগ আছে। তারা এখানে বোধহয় একটা অফিসও খুলতে চাচ্ছে। ভবিষ্যতে ব্যাংকের শাখা করতে চাচ্ছে। আমরা স্বাগত জানিয়েছি।'

Comments

The Daily Star  | English

At least 30 hurt as clashes engulf part of Old Dhaka

Suhrawardy college, hospital vandalised as protests over student’s death turn violent

45m ago