এক হাজার গোল করার লক্ষ্য রোনালদোর

Cristiano Ronaldo

বয়স ৩৯ পেরিয়েছে, সামনে নেই বড় কোন টুর্নামেন্ট। ক্রিস্টিয়ানো রোনালদো আর কতদিন পেশাদার ফুটবল চালিয়ে যাবেন এই প্রশ্ন উঠতে শুরু করেছে। কোন লক্ষ্যে তিনি আর খেলা চালিয়ে যাচ্ছেন তা নিয়েও আছে মানুষের কৌতূহল।

নিজের ইউটিউব চ্যানেলে সাবেক ইংলিশ তারকা রিও ফার্ডিনান্ডের সঙ্গে আলাপে রোনালদো জানালেন তার নতুন লক্ষ্যের কথা। পেশাদার ফুটবলে তিনি করতে চান ১ হাজার গোল।

সৌদি প্রো লিগে আল ফায়াহের বিপক্ষে আল নাসেরের বিপক্ষে গত মঙ্গলবার ফ্রি-কিকে দারুণ গোল করার মধ্য দিয়ে একটি মাইলফলকের কাছে পর্তুগিজ মহা-তারকা। এই গোলটি হয়ে গেছে তার ৮৯৯তম গোল।

'ইউআর ক্রিস্টিয়ানো' ইউটিউব চ্যানেলে ফার্ডিনান্ডের সঙ্গে আলাপে রোনালদো জানান নতুন মাইলফলকের কথা, 'শিগগিরই আমি ৯০০ গোল করব, এবং এরপর আমি ১ হাজার গোলের দিকে ছুটব। আমি ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে চাই।'

'যদি আমার কোন চোট না হয়। এটা (১ হাজার গোল) আমার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। আমি এটা চাই আমার জন্য। এটা হবে ফুটবলে একটা সেরা চিহ্ন।'

ফুটবলে সেরা গোল স্কোরারের নাম উঠলে পেলে, আলফ্রেড ডি স্টেফানোদের নাম আসে। রোনালদো তাদের সম্মান রেখেই বললেন তার সব গোলের ভিডিও আছে, 'আমি যতটা গোল করেছি সব ভিডিও আছে, আমি প্রমাণ করতে পারি। আমার চ্যালেঞ্জ হচ্ছে ১ হাজার গোল করা। আমি তাদের (পেলে, স্টেফানো) সম্মান করি।'

১ হাজার গোলের লক্ষ্য ৪১ বছর বয়সের আগেই পূর্ণ করতে পারবেন বলেও আশাবাদী বিশ্ব ফুটবলের বড় এই তারকা।

Comments

The Daily Star  | English

4 years could be maximum one can go before election: Yunus tells Al Jazeera

Says govt's intention is to hold election as early as possible

41m ago