সাকিবের খেলা চালিয়ে যেতে বাধা নেই: বিসিবি সভাপতি

ছবি: এএফপি

সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা হলেও তার খেলা চালিয়ে যেতে কোন সমস্যা নেই।  বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, দোষী প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারবেন দেশের শীর্ষ ক্রিকেটার। চুক্তিভুক্ত খেলোয়াড় হিসেবে তাকে সব ধরণের আইনি সহায়তাও দিবে বিসিবি।

দেশে রাজনৈতিক পালাবদলে বদলে যাওয়া বাস্তবতায় সহস্র মামলার ভিড়ে একটি হত্যা মামলায় আসামী করা হয়েছে সাকিবকেও। ৫ অগাস্ট একজন গার্মেন্টস শ্রমিক হত্যা মামলায় ১৪৬ জনের সঙ্গে আসামী করা হয় সাকিবকে। যে মামলাকে মিথ্যা ও উদ্দেশ্যমূলক বলে এরমধ্যেই প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ দলে সাকিবের সতীর্থরা।

এই মামলার সূত্র ধরেই এক আইনজীবী ২৪ অগাস্ট সাকিবকে জাতীয় দল থেকে বাদ দিয়ে দেশে ফেরানোর জন্য আইনি নোটিস পাঠান বিসিবিকে। বিসিবি এই নোটিসের জবাবে বলেছে, সাকিবকে খেলা চালিয়ে যেতে দেবে তারা। কারণ আইনের চোখে তিনি এখনো অপরাধী নন।

সম্প্রতি রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে ১০ উইকেটে টেস্টে হারায় বাংলাদেশ। সেই টেস্টে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সাকিব। পঞ্চম তিনি দারুণ বল করে নেন তিন উইকেট।

মঙ্গলবার সন্ধ্যায় দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপে ফারুক নিশ্চিত করেন সাকিবকে খেলানোর কথা, 'এটা কেবল একটা এফআইআর। এরপর অনেকগুলো আইনি প্রক্রিয়া বাকি আছে। এই মুহূর্তে সাকিবকে খেলানোর কোন বাধা নেই।'

ফারুক জানান আইনি নোটিসের জবাবেও তারা এই কথা জানিয়েছেন, 'আমরা লিগ্যাল নোটিসের জবাবেও একই কথা বলেছি।'

৩০ অগাস্ট রাওয়ালপিন্ডিতেই দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। এই টেস্টের পর সাকিব ইংল্যান্ডে গিয়ে সারের হয়ে কাউন্টিতে ম্যাচ খেলতে পারেন বলে খবর প্রকাশ হয় একটি জাতীয় দৈনিকে। তবে সারের সঙ্গে যোগাযোগ করা হলে দলটির গণমাধ্যম বিভাগ জানায়, 'এখন এমন কোন খবর নেই আমাদের কাছে।'

আগামী মাসে ভারতে গিয়ে দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টির সিরিজ খেলবে বাংলাদেশ। সেখানেও সাকিব থাকবেন।

Comments

The Daily Star  | English

‘Shockingly insufficient’

"The proposed decision to allocate USD 250 billion per year for all developing countries is shockingly insufficient," said the adviser

4h ago