ওলমোকে নিবন্ধন করিয়ে মাদ্রিদে পৌঁছেছে বার্সেলোনা
ছয় বছরের চুক্তিতে বার্সেলোনা যোগ দিয়েছিলেন আরও দুই সপ্তাহ আগে। কিন্তু নিবন্ধন না হওয়ায় কাতালানদের হয়ে মাথা নামা হয়নি দানি ওলমোর। কারণ শেষ পর্যন্ত তাকে নিবন্ধন করতে পেরেছে তারা। এই প্লেমেকারকে নিয়েই আজ মঙ্গলবার রাতে রায়া ভায়াকানোর মুখোমুখি হতে মাদ্রিদে পৌঁছেছে দলটি।
মূলত লা লিগার আর্থিক কাঠামোর কারণে ওলমোকে নিবন্ধন করতে পারছিল না বার্সেলোনা। বেশ কিছু খেলোয়াড়, এমনকি ইকাই গুন্দোগানকে ছেড়েও লাভ হয়নি। শেষ পর্যন্ত আন্দ্রেয়াস ক্রিস্তেনসেনের চোটে সেই সুযোগটা করে দিয়েছে ক্লাবটিকে। খরচের সীমা ঠিক রেখেই ওলমোকে নিবন্ধন করতে পেরেছে বার্সা।
অ্যাকেলিস টেন্ডন ক্ষতিগ্রস্ত হওয়ায় এবার বেশ লম্বা সময়ের জন্য ছিটকে গিয়েছেন ক্রিস্তেনসেন। আগামী ডিসেম্বরে ফিরতে পারেন তিনি। তার লম্বা অনুপস্থিতির কারণে ওলমোর নিবন্ধনের বিষয়টি সহজ হয়ে যায়। সের্জি রোবার্তো ক্লাব ছাড়ায় ২০ নম্বর জার্সি পরে খেলবেন এই তারকা।
গত ৮ আগস্টই আরবি লাইপজিগ থেকে রিলিজ ক্লজের ৫০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ওলমোকে দলে টানে বার্সেলোনা। যদিও প্রাথমিকভাবে খরচ হয়েছে আরও মিলিয়ন ইউরো। বোনাস ও আরও ভাতা মিলিয়ে খরচ হবে আরও প্রায় এক মিলিয়ন ইউরো। কিন্তু নিবন্ধন করতে ব্যর্থ হওয়ায় তাকে খেলাতে পারছিল না ক্লাবটি।
বার্সেলোনার একাডেমী লা মাসিয়াতেই বেড়ে উঠেছিলেন ওলমো। ২০১৪ সালে ক্রোয়েশিয়ার ক্লাব ডায়নামো জাগরেবে যোগ দেন। এরপর ২০২০ সালে যোগ দেন লাইপজিগে। সেখানে দারুণ চারটি মৌসুম শেষে এবার ফিরে আসেন পুরনো ক্লাব বার্সেলোনায়।
Comments