'গোপন তথ্য' পেয়েই রোনালদোকে ইউরোর দলে রাখেন পর্তুগাল কোচ

ফেভারিটের তকমা নিয়ে আরও একটি টুর্নামেন্টে হতাশা উপহার দিয়েছে পর্তুগাল। ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে যায় দলটি। এর দায় অনেকেই দিচ্ছেন ৩৯ বছর বয়সী ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদোকে। ইউরোতে এবার একেবারেই সাদামাটা ছিল তার পারফরম্যান্স। তবে রোনালদো সম্পর্কে 'গোপন তথ্য' পেয়েই রোনালদোকে ইউরোর দলে রেখেছেন পর্তুগাল কোচ রবার্টো মার্টিনেজ।

টুর্নামেন্টে সবগুলো ম্যাচে মূল স্ট্রাইকার হিসেবে শুরু থেকেই খেলেছেন রোনালদো। কিন্তু গোল করতে পারেননি একটিও। পুরো আসরে তার একমাত্র অবদান তুরস্কের বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে একটি অ্যাসিস্ট। শেষ ষোলোতে তো স্লোভেনিয়ার বিপক্ষে একটি পেনাল্টি শট মিস করে ম্যাচে শেষ হওয়ার আগেই কান্নায় ভেঙে পড়েন। তবে গোলরক্ষক দিয়াগো কস্তার অতিমানবীয় পারফরম্যান্সে সেদিন বড় ক্ষতি হয়নি।

সবমিলিয়ে ইউরোতে প্রত্যাশার সিকি ভাগও পূরণ করতে পারেননি রোনালদো। তবে মার্টিনেজ দাবি করেছেন যে তার কাছে 'গোপনীয় তথ্য' রয়েছে যা প্রমাণ করে রোনালদো তিনি পুরো টুর্নামেন্ট জুড়ে চালিয়ে যাওয়ার জন্য সঠিক ছিলেন। এরজন্য ৪১ বছর বয়সী পেপের উদাহরণও টেনেছেন এই কোচ, 'বয়স, টুর্নামেন্টে, গুরুত্বপূর্ণ নয়। আমি মনে করি বয়স এমনকি সাহায্যও করে। আমরা পেপের ক্ষেত্রেও এটা দেখেছি, সে দুর্দান্ত স্তরেই খেলেছিল।'

'গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মেডিকেল টিমের কাজ। আমরা পরিসংখ্যান দিয়েই তাদের পারফরম্যান্স পর্যবেক্ষণ করেছি, যা প্রমাণ করে যে ক্রিস্টিয়ানো ভালোভাবে ম্যানেজ করেছিল। ভালোভাবে ব্যবহার করা হয়েছিল। আমার কাছে গোপন তথ্য আছে যা এ বিষয়কে প্রমাণ করে। টুর্নামেন্ট চলাকালীন সময়ে আমাদের কোনো শারীরিক সমস্যা হয়নি। আগে যা বলা হয়েছিল পেপে তার বিপরীতে খুব ভালো করতে পেরেছিল,' যোগ করেন মার্টিনেজ।

আগামী সেপ্টেম্বরে নিজেদের পরবর্তী মিশনে নেশন্স লিগের অভিযান শুরু করবে পর্তুগাল। যেখানে তারা মুখোমুখি ক্রোয়েশিয়া এবং স্কটল্যান্ডের বিপক্ষে। রোনালদোকে এই আসরের জন্য বিবেচনা করবেন তা এক প্রকার ইঙ্গিত দিয়ে রাখেন মার্টিনেজ।

Comments

The Daily Star  | English

Mohakhali blockade halts Dhaka's rail link

Students of Titumir College waged protest to press home their demand for upgradation of their institution as a university

55m ago