ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
শুরুতে বাংলাদেশকে চেপে ধরেছিল ভারতীয় যুবারা। তবে জমাট রক্ষণে নিজেদের দুর্গ আগলে রেখে ধারার বিপরীতে এগিয়ে যায় বাংলাদেশ। সে লিড রাখতে না পারলে শেষ পর্যন্ত টাই-ব্রেকারে গড়ায় ম্যাচটি। সেখানে বদলি গোলরক্ষক আসিফ হোসেনের নৈপুণ্যে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ।
সোমবার নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে দ্বিতীয় সেমি-ফাইনালে টাইব্রেকারে ভারতকে ৪-৩ গোলে হারিয়েছে বাংলাদেশ। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলের সমতায় শেষ হয়েছিল।
টাইব্রেকারে প্রথমেই ভারতের থাংলালসনের শট রুখে দেন আসিফ। আকাশ তিরকের নেওয়া পঞ্চম শটও আটকে জয় নিশ্চিত করেন এই গোলরক্ষক। অন্যদিকে নিজেদের চারটি শটই জাল খুঁজে পেলে জয় পায় বাংলাদেশ।
এর আগে ম্যাচের ৩৫তম মিনিটে স্রোতের বিপরীতে এগিয়ে যায় বাংলাদেশ। রাব্বি হোসেন রাহুলের ক্রস ভারত গোলরক্ষক প্রিয়াংস দুবের গ্লাভস ছুঁয়ে চলে যায় আসাদুল মোল্লার কাছে। দারুন এক ভলিতে বল জালে জড়াতে কোনো ভুল হয়নি তার।
সমতায় ফিরতে আক্রমণের ধার আরো বাড়ায় ভারত। ৭৫তম মিনিটে সাফল্যও পেয়ে যায় দলটি। রিকি মিতির ডান পায়ের গড়ানো শট জলে জড়ালে সমতায় ফেরে তারা। শেষদিকে গোলকিপার শ্রাবন লালকার্ড দেখেল মাঠে নামেন আসিফ। তিনিই গড়ে দেন ম্যাচের পার্থক্য।
আগামী ২৮ আগস্ট ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল।
Comments