এএফসি চ্যালেঞ্জ লিগে একই গ্রুপে ইস্টবেঙ্গল, বসুন্ধরা কিংস
বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এএফসি চ্যালেঞ্জ কাপে গ্রুপ সঙ্গী হিসেবে ইস্টবেঙ্গলকে পেয়েছে। ভারতের ঐতিহ্যবাহী ক্লাবটির বিপক্ষে এবারই প্রথম খেলবে বসুন্ধরা কিংস।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে এই লিগের ড্র অনুষ্ঠিত হয়। ১২ দলকে তিন গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলাদেশের চ্যাম্পিয়নদের ঠাঁই হয়েছে 'এ' গ্রুপে।
একে অন্যের বিপক্ষে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলবে। তিন গ্রুপ চ্যাম্পিয়ন ও তিন গ্রুপের মধ্যে সেরা রানার্সআপ দল দল যাবে কোয়ার্টার ফাইনালে।
বসুন্ধরা কিংসের গ্রুপে আরও আছে লেবাননের ক্লাব নিজামাহ এসসি ও ভূটানের ক্লাব এএনএফ পারো এফসি। ২৬ অক্টোবর থেকে ২ নভেম্বর হবে কিংসের ম্যাচ। এবার হোম এন্ড অ্যাওয়ে নিয়ম না থাকায় বাংলাদেশের ক্লাব ভূটানের থিম্পুতে গিয়ে খেলবে সব ম্যাচ।
কাঠামোগত বদল এনে এএফসি ক্লাব পর্যায়ে এবার দ্বিতীয় স্তরকে বলা হচ্ছে এএফসি চ্যালেঞ্জ লিগ।
Comments