প্রথম টেস্টের স্কোয়াড থেকে জামালকেও সরিয়ে নিল পাকিস্তান
লেগ স্পিনার আবরার আহমেদ ও ব্যাটার কামরান গুলামের পর পেস অলরাউন্ডার আমির জামালকেও প্রথম টেস্টে রাখছে না পাকিস্তান। ফিটনেস নিয়ে শঙ্কায় থাকা জামালকে স্কোয়াড থেকে সরিয়ে নেওয়ার খবর দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এক বিবৃতিতে পিসিবি জানায়, জামালকে আপাতত লাহোরের জাতীয় ক্রিকেট একাডেমিতে পুনর্বাসনের জন্য পাঠানো হচ্ছে। পীঠের চোটে থাকা আমিরকে শেষ মুহূর্তে পাওয়ার আশায় স্কোয়াডে রেখেছিল পাকিস্তান। তবে তার উন্নতি প্রত্যাশা অনুযায়ী হয়নি। কাজেই এই পেসারকে নিয়ে ঝুঁকি নিচ্ছে না দলটি।
এর আগে আবরার ও কামরানকে সরিয়ে পাকিস্তান শাহিনসে যুক্ত করা হয়। যারা বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে চারদিনের ম্যাচ খেলবে। আবরারকে সরানোয় পাকিস্তানের স্কোয়াড হয়ে পড়ে স্পিনারবিহীন। পরিষ্কার হয়ে যায় কেমন হতে পারে উইকেট।
বর্তমান ১৪ জনের পাকিস্তান স্কোয়াডে পেসার আছেন পাঁচজন। ২১ অগাস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে প্রথম টেস্ট। ৩০ অগাস্ট দ্বিতীয় টেস্টে ভেন্যুও রাওয়ালপিন্ডি। এর আগে দ্বিতীয় টেস্ট রাখা হয়েছিলো করাচিতে। সেটা সরিয়ে আনা হয়েছে রোববার।
প্রথম টেস্টের পাকিস্তান দল: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, বাবর আজম, খুররম শেহজাদ, মির হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), নাসিম শাহ, সাইম আইয়ুব, আগা সালমান, সরফরাজ আহমেদ (উইকেটকিপার) ও শাহিন শাহ আফ্রিদি।
Comments