আলভারেজের সঙ্গে অ্যাতলেতিকোর ৬ বছরের চুক্তি

Julian Alvarez

সপ্তাহখানেক আগে থেকেই অনেকটা নিশ্চিত হয়ে যায় হুলিয়ান আলভারেজের নতুন ঠিকানা। বাকি ছিলো কেবল আনুষ্ঠানিকতা। সেটাও হয়ে গেল। ম্যানচেস্টার সিটি থেকে ৬ বছরের চুক্তিতে স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদে যোগ দিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

সোমবার বিবৃতি পাঠিয়ে বিশ্বকাপজয়ী তারকাকে দলে ভেড়ানোর খবর দিয়েছে অ্যাতলেতিকো। তবে তার সঙ্গে চুক্তির অঙ্কটা জানায়নি। ব্রিটিশ গণমাধ্যমের খবর বোনাসসহ প্রায় ৯ কোটি ইউরোতে নতুন ক্লাবে গেলেন তিনি।

২০২২ সালে রাহিম স্টার্লিংকে ৫ কোটি পাউন্ডে চেলসির কাছে বিক্রি করেছিল সিটি। এবার সেই অঙ্ক ছাড়িয়ে হলো নতুন রেকর্ড।

ম্যানচেস্টার সিটির বড় সাফল্যে সারথি ছিলেন আলভারেজ। প্রথম মৌসুমেই তিনি পান ট্রেভল জেতার স্বাদ। সিটির হয়ে দুটি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়ন্স ট্রফি, এফএ কাপ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জেতেন ২৪ পেরুনো তারকা। ক্লাবটির হয়ে ১০৩ ম্যাচ খেলে তার গোল ৩৬টি। ছোট ক্যারিয়ারে বিশ্বকাপ জেতার অভিজ্ঞতাও হয়ে গেছে। আর্জেন্টিনার ২০২২ সালের স্বপ্নের দলের সদস্য তিনি।

বিদায় বেলায় ম্যানচেস্টার সিটির প্রতি ভালোবাসা জানিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড,  'দুর্দান্ত একটা ক্লাবকে বিদায় জানাচ্ছি আবেগের সঙ্গে। বিশেষ দুই বছর পার করেছি এখানে। খেলোয়াড় ও মানুষ হিসেবে অনেক কিছু শিখেছি। ম্যানচেস্টার সিটি আমার হৃদয়ে থাকবে।'

Comments