ঢাকার রাস্তায় ফিরেছে ট্রাফিক পুলিশ

ঢাকার রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণের কাজে যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা। তাদের সহায়তা করছেন শিক্ষার্থীরা। ছবি: আনিসুর রহমান

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার এক সপ্তাহ পর ঢাকার কিছু রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণের কাজে ফিরেছে পুলিশ।

গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে পুলিশ ধর্মঘট প্রত্যাহারের পর আজ তারা দায়িত্বে ফিরে এসেছে।

কারওয়ান বাজার, খামারবাড়ি, ফার্মগেটসহ মিরপুর রোড ও ধানমন্ডি-৩ এর বিভিন্ন স্পটে ব্যস্ত ট্রাফিক পুলিশকে দেখা গেছে।

শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার পর রাস্তায় শৃঙ্খলা ফেরাতে নিজেদের উদ্যোগে কাজ শুরু করেছিলেন শিক্ষার্থীরা। আজও ট্রাফিক পুলিশের সহযোগিতায় শিক্ষার্থীদেরকে রাস্তায় দেখা যায়।

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর পুলিশের গুলিতে ব্যাপক প্রাণহানি এবং পরে থানায় বিক্ষুব্ধ জনতার হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ৬ আগস্ট থেকে কর্মবিরতির ঘোষণা দেন পুলিশ প্রশাসনের কর্মচারীরা। কাজে ফিরার আগে সরকারকে বেশ কিছু দাবির কথাও জানান তারা।

গতকাল কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়ে আজ থেকেই কাজে ফিরেছেন পুলিশ সদস্যরা। সেই সঙ্গে দেশের বেশিরভাগ থানায় কাজ শুরু হয়েছে।

 

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

36m ago