বার্সেলোনায় ফিরছেন ওলমো!
গত কয়েক মৌসুম ধরেই নিজেদের সাবেক ফুটবলার দানি ওলমোকে বার্সেলোনায় ফিরিয়ে আনার গুঞ্জন উঠছিল। তবে শেষ পর্যন্ত তা গুঞ্জন আকারেই থেকে গেছে। তবে চলতি মৌসুমে সাফল্য পেতে যাচ্ছে কাতালান ক্লাবটি। এরমধ্যেই ওলমোকে পেতে আরবি লাইপজিগের সঙ্গে মৌখিক আলোচনা চূড়ান্ত করে ফেলেছে দলটি। এমন সংবাদ বেশ ফলাও করেই প্রচার করছে স্প্যানিশ গণমাধ্যম।
সংবাদ অনুযায়ী, ওলমোর চুক্তি বাস্তবে পরিণত হওয়ার খুব কাছাকাছি রয়েছে বার্সেলোনা। প্রাথমিক চুক্তি অনুসারে, আগামী ২০৩০ সাল পর্যন্ত বার্সেলোনায় খেলবেন ওলমোর। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দিপোর্তিভোর সংবাদ অনুযায়ী, তাকে পেতে ৪৭ মিলিয়ন ইউরো খরচ হবে ক্লাবটির। এছাড়াও শিরোপা জয় এবং ৬০ শতাংশ ম্যাচ খেলার ভিত্তিতে রয়েছে বোনাস।
মঙ্গলবার স্থানীয় সময় খুব ভোরে ওলমো, তার বাবা এবং ফুটবলারের এজেন্ট জুয়ানমা লোপেজ এবং অ্যান্ডি বারার সঙ্গে জার্মান শহরটিতে দেখা করেন বার্সেলোনা ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর। শহরটিতে গত রাতেই এসেছিলেন ডেকো। দুই পক্ষের উপস্থিতিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
এবার ইংল্যান্ডকে কাঁদিয়ে স্পেনের রেকর্ড চারবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতে নেওয়ার অন্যতম মূলনায়ক ছিলেন ওলমো। যে কারণে তার প্রতি আগ্রহটা এবার আরও বাড়ে তাদের। বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল ও অ্যাথলেতিক বিলবাওর নিকো উইলিয়ামসের সঙ্গে ওলমোর রসায়নটাও ছিল দেখার মতো। ওলমোর সঙ্গে নিকোকেও চাইছে বার্সা।
Comments