কাশিমপুর কারাগারে হামলা, আশেপাশে অগ্নিসংযোগ, নিরাপত্তায় সেনাবাহিনী

কাশিমপুর কারাগারের বাইরে অগ্নিসংযোগ করা হয়। ছবি: সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে আসামি ছিনতাইয়ের চেষ্টায় হামলা করা হয়েছে। অগ্নিসংযোগ করা হয়েছে কারাগারের আশেপাশে। 

আজ মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত কারাগারের প্রবেশপথে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। ভেতরে থাকা আসামিরা কারাগার ভেঙে বের হওয়ার চেষ্টা করছে। 

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. ফরহাদ সরকার দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, 'হামলা হলেও এখনো কারাগারে থাকা কোনো বন্দি বা জঙ্গি আাসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেনি।' 

তিনি আরও বলেন, 'আমরা এখন কারাগারে নেই। সেনাবাহিনী কারাগারে অবস্থান করে নিরাপত্তার দায়িত্বে আছে।' 

প্রত্যক্ষদর্শীরা জানায়, কারাগারে হামলার খবর পেয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কাশিমপুর কারাগারের আশেপাশে হাজারো জনতা উপস্থিত হয়েছে।

এদিকে, আন্দোলনকারীদের হামলা ও জ্বালাও-পোড়াওয়ের ঘটনায় গাজীপুরের কাশিমপুর থানা, বাসন থানা, কোনাবাড়ী থানা, কালিয়াকৈর থানাগুলো পুলিশশূন্য রয়েছে বলে নির্ভরযোগ্য জানিয়েছে। 

এ বিষয়ে জানতে বিভিন্ন থানার ওসিদের ফোন করা হলেও, তারা ফোন ধরেননি।
 

Comments

The Daily Star  | English

Govt to unveil 'July Declaration' on August 5

It will be presented before the nation at 5:00pm

1h ago