ফ্লোর এক্সারসাইজে বাইলসের রুপা, ব্যালান্স বিমে পঞ্চম

বিম থেকে একবার পড়ে যাওয়ায় পিছিয়ে পড়েন এই তারকা জিমনাস্ট

মাঝে মানসিক সমস্যার কারণে দুই বছর খেলার বাইরে থাকলেও যুক্তরাষ্ট্র তথা বর্তমান বিশ্বের সেরা জিমনাস্ট মানা হয় সিমন বাইলসকে। আর্টিস্টিক জিমন্যাস্টিকসের অল-অ্যারাউন্ড ও ভল্টে স্বর্ণও জিতে নিজেকে রাঙিয়েছেন এই তারকা। তবে ফ্লোর এক্সারসাইজে ব্রাজিলের রেবেকা আন্দ্রাদের কাছে হেরে দ্বিতীয় হয়েছেন বাইলস। আর ব্যালান্স বিমে হয়েছেন পঞ্চম।

সোমবার মেয়েদের আর্টিস্টিক জিমন্যাস্টিকসের ফ্লোর এক্সারসাইজে স্বর্ণ জিতে নিয়েছেন ব্রাজিলের আন্দ্রাদে। ১৪.১৬৬ স্কোর করে প্রথম হন তিনি। মেয়েদের ফ্লোর এক্সারসাইজে প্রথম ব্রাজিলিয়ান হিসেবে অলিম্পিকে স্বর্ণ জিতলেন রেবেকা। সবমিলিয়ে এটা তার ষষ্ঠ অলিম্পিক পদক।

আন্দ্রাদের সঙ্গে বেশ জমাট লড়াই-ই করেছিলেন যুক্তরাষ্ট্রের তারকা জিমন্যাস্ট বাইলস। শেষ পর্যন্ত তার স্কোর হয় ১৪.১৩৩। অন্যদিকে ১৩.৭৬৬ স্কোর করে ব্রোঞ্জ জিতেছেন বাইলসের স্বদেশী জর্ডান চিলেস।

ফ্লোর এক্সারসাইজে দ্বিতীয় হলেও ব্যালান্স বিমে হতাশ করেন বাইলস। হয়েছেন পঞ্চম। মূলত বিম থেকে একবার পড়ে যাওয়ায় পিছিয়ে পড়েন এই তারকা জিমনাস্ট। এরপর লাফ দিয়ে একবার ঠিকমতো নামতেও পারেননি।

এই বিভাগে স্বর্ণ জিতেছেন ইতালির এলিস ডি'আমাতো। মেয়েদের জিমন্যাস্টিকসে ইতালির হয়ে প্রথম অলিম্পিকে স্বর্ণপদক পান তিনি। ১৪.৩৬৬ স্কোর করেন তিনি। ১৮.১০০ স্কোর করে রৌপ্যপদক জিতেছেন চীনের ঝোউ ইয়াকিন। ব্রোঞ্জ জেতা ইতালির মানোলো এসপোসিতোর স্কোর ১৪.০০০।

Comments

The Daily Star  | English
Bangladeshi-Americans eager to help build new Bangladesh

July uprising and some thoughts of Bangladeshi-Americans

NRBs gathered in New Jersey showed eagerness to assist in the journey of the new Bangladesh forward.

4h ago