ফেনীতে আন্দোলনকারীদের সঙ্গে আ. লীগের সংঘর্ষে নিহত ৮

পুলিশ-ছাত্রদল সংঘর্ষ
স্টার ডিজিটাল গ্রাফিক্স

ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের সদস্যরা। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে অন্তত আট জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

আজ রোববার দুপুর ২টার পর মহিপাল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ হামলার ঘটনা ঘটে। 

ফেনী সদর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আসিফ ইকবাল আজ সন্ধ্যায় ৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন। 

তিনি জানান, আহতদের বয়স ১৭ বছর থেকে ২৫ বছরের মধ্যে।

হাসপাতালের জরুরি বিভাগে সামনে লাশ নিতে আসা স্বজনদের সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে ছয় জন হলেন ফেনীর দাগনভূঁঞা উপজেলার উত্তর জায়লস্কর গ্রামের কলেজ শিক্ষার্থী সরোয়ার জাহান মাসুদ, ফেনী সদর উপজেলার কাশিমপুর এলাকার বাসিন্দা দোকান কর্মচারী শিহাব উদ্দিন, সোনাগাজী উপজেলার মান্দারী গ্রামের বাসিন্দা পথচারী সাকিব, ফেনীর ফাজিলপুর এলাকার বাসিন্দা সাঈদ ও ফেনী সদর উপজেলার গাজী ক্রস রোডের বাসিন্দা ও কলেজ শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ শ্রাবণ, সাইদুল হক। অপর দুই জনের নাম এখনও জানা যায়নি।

হাসপাতাল সূত্র জানায়, সংঘর্ষে গুলিতে ও ইটপাটকেলে আহত ২৫ জনকে ফেনী সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আরও কিছু লোকজন বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

 

Comments