বরিশালে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
বরিশালে আন্দোলনরত শিক্ষার্থীরা সরকারি ব্রজমোহন কলেজের সামনে বিএম কলেজ সড়ক অবরোধ করেছেন।
আজ শুক্রবার দুপুর ২টার পরে তারা মিছিল করে নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে যান। বিকেল ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা সড়কে বসে সড়ক অবরোধ করে রেখেছেন। বিভিন্ন স্লোগান দিয়ে ও ফেস্টুন হাতে বিক্ষোভ করছেন তারা।
এ সময় সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
বিক্ষুব্ধ শিক্ষাথীরা এ সময় জানান, যতদিন পর্যন্ত হত্যাকাণ্ডের বিচার না হবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে।
বরিশাল নগরী ছাড়াও ভোলা নগরীর কালীনাথ ররায়ের বাজার থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের একটি মিছিল ইলিশা ফেরীঘাটে এসে শেষ হয়। এই সময়ে বিপুল সংখ্যক পুলিশ সতর্ক অবস্থানে ছিল।
Comments