প্যারিস অলিম্পিক

অ্যাথলেটিকসে প্রথম সোনা পেলেন ইকুয়েডরের পিনতাদো

Brian Daniel Pintado

অলিম্পিকের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট অ্যাথলিটস শুরু হয়েছে। তাতে প্রথম সাফল্য পেয়েছে ইকুয়েডর। ২০ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় সোনা জিতেছেন দেশটির অ্যাথলেট ব্রায়ান পিনতাদো।

রিও অলিম্পকে চতুর্থ হওয়া ব্রাজিলের  কাইও বনফিম এবার জিতেছেন রৌপ্য পদক। স্পেনের বিশ্ব চ্যাম্পিয়ন আলভারো মার্টিন জেতেন ব্রোঞ্জ। পিনতাদোর এটি অলিম্পিকে প্রথম সোনা। ২০১৬ রিও অলিম্পিকে ৩৭তম হয়েছিলেন তিনি। ২০২১ সালে টোকিও অলিম্পিকে হন ১২তম।

অলিম্পিকে ইকুয়েডরের এটি দ্বিতীয় পদক। ১৯৯৬ সালে আটলান্টা অলিম্পিকসে সোনার পদক পেয়েছিলেন দেশটির জেফারসন পেরেজ।

ঝড়ের কারণে এই প্রতিযোগিতা নির্ধারিত সময়ের আধাঘণ্টা পর শুরু হয়। তাতে বাজিমাত করেন ৩৩ বছর বয়েসী পিনতাদো।

Comments

The Daily Star  | English

Next step after reply from Delhi

Dhaka will send a reminder letter to New Delhi if the Indian government does not respond to the diplomatic note sent on Monday regarding the extradition of deposed Prime Minister Sheikh Hasina.

35m ago