পুলিশের কাছ থেকে ২ শিক্ষার্থীকে যেভাবে মুক্ত করলেন আইনজীবীরা
আজ বুধবার দুপুর সোয়া ১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 'মার্চ ফর জাস্টিস' পালনের লক্ষ্যে বুয়েট-ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হয়ে হাইকোর্টের দিকে যাত্রা শুরু করেন। এ সময় আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী মৎস ভবনের সামনে থেকে দুজন বিক্ষোভকারীকে আটক করে নিয়ে যেতে চাইলে বাধা দেন আইনজীবীরা।
পরে আইনজীবীদের বাধার মুখে দুজনকে ছেড়ে দেওয়া হয়। এর আগে 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচি পালনের লক্ষ্যে শিক্ষার্থীদের মিছিল শিশু একাডেমির সামনে গেলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে কয়েকজন শিক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা। এর প্রতিবাদে দোয়েল চত্বরে শিক্ষার্থীরা অবস্থান করেন। পরে তাদের সঙ্গে এসে যোগ দেন ঢাবির সাদা দলের শিক্ষকরা।
Comments