আর্সেনালে যোগ দিলেন ক্যালাফিওরি
এবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স করে আলাদা করে নজর কাড়েন ইতালিয়ান ডিফেন্ডার রিকার্দো ক্যালাফিওরি। তখন থেকেই তাকে পেতে চেষ্টা চালায় ইংলিশ ক্লাব আর্সেনাল। শেষ পর্যন্ত সফলও হয়েছে দলটি। ইতালির এই বিস্ময়বালক এখন খেলবেন গানারদের হয়ে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ক্যালাফিওরিকে দলে টানার বিষয়টি নিশ্চিত করে আর্সেনাল। ২২ বছর এই ডিফেন্ডারকে কিনতে সব মিলিয়ে ৪২ মিলিয়ন পাউন্ড খরচ হয়েছে ক্লাবটির। আগামী পাঁচ বছর এমিরেটসে খেলবেন এই ইতালিয়ান ডিফেন্ডার। সোমবার ফিলাডেলফিয়ায় গানারদের স্কোয়াডেও যোগ দিয়েছেন তিনি।
নতুন ক্লাবে শিরোপা জয়ের লক্ষ্যেই যোগ দিয়েছেন বলে জানান এই ডিফেন্ডার, 'আমি প্রায় দুই মাস কোচ (মিকেল আর্তেতা) এবং এডুর (স্পোর্টিং ডিরেক্টর) সঙ্গে কথা বলেছি। তারা আমাকে বোঝানোর চেষ্টা করেছিল তবে আমি এরমধ্যেই এখানে আসতে সত্যিই নিশ্চিত ছিলাম।'
'আমার জন্য এটা সেরা প্রজেক্ট যেটা আমাকে একজন খেলোয়াড় হিসেবে উন্নতি করতে হবে। এটাই। আমি উন্নতি করতে চাই, ট্রফি জিততে চাই। এটা আমার জন্য সেরা প্রজেক্ট কারণ দলটি তরুণ, দল শক্তিশালী, এটা সত্যিই ভালো,' যোগ করেন তিনি।
গত মৌসুমে বোলোনিয়ার হয়ে দারুণ পারফরম্যান্স করেন ক্যালাফিওরি। দলকে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাইয়ে দিতে রাখেন কার্যকরী ভূমিকা। এরপর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও ছিলেন দুর্দান্ত। তবে ক্যালাফিওরির উঠে আসা রোমাতে। সেই ২০১০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ছিলেন ক্লাবটিতে। তবে জোসে মরিনহো কোচ হয়ে আসার পর পর্যাপ্ত সময় না পাওয়ায় যোগ দেন ব্যাসেলে। সেখানে এক মৌসুম কাটানোর পর গত মৌসুমে যোগ দিয়েছিলেন বোলোনিয়ায়।
Comments