ভবিষ্যতের সিদ্ধান্ত অলিম্পিক শেষে জানাবেন আলভারেজ

ম্যানচেস্টার সিটিতে সময়টা খারাপ কাটছে না হুলিয়ান আলভারেজের। এরমধ্যেই সম্ভাব্য সব শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন এই তারকা। তবে মাঠে পর্যাপ্ত সময় পাচ্ছেন না তিনি। অনেক গুরুত্বপূর্ণ ম্যাচেই তাকে থাকতে হয়েছে বেঞ্চে। যে কারণে এই গ্রীষ্মে দল-বদলের কথা ভাবছেন বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইন তরুণ।

কোপা আমেরিকার শিরোপা অক্ষুণ্ণ রাখার পর বর্তমানে অলিম্পিকের স্বর্ণপদক পুনরুদ্ধারের মিশনে বর্তমানে প্যারিসে রয়েছেন আলভারেজ। নানা নাটকীয়তা শেষে মরক্কোর বিপক্ষে হারলেও ইরাকের বিপক্ষে জয় তুলে নকআউট পর্বে খেলার আশা টিকিয়ে রেখেছে তার দল। ইউক্রেনের বিপক্ষে শেষ ম্যাচে হার এড়াতে পারলেই চলবে।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগের সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ নিয়ে আলভারেজ বললেন, 'এই বিষয়ে অনেক কথা হচ্ছে। এখন আমি কেবল এখানে (অলিম্পিকে) মনোযোগী, কারণ এটা ছোট একটা টুর্নামেন্ট। ম্যানচেস্টার সিটিতে আমি খুব ভালো আছি, অনেক মিনিট খেলেছি। তবে গেমসের পর এই বিষয়ে ভাবব। প্রথমত, সম্ভব হলে আমি কিছুদিনের ছুটি নিব। এরপর আমরা সিদ্ধান্ত নিব।'

তবে ম্যানসিটিতে পর্যাপ্ত সময় না পাওয়ায় নিজের মধ্যে কোনো অসন্তোষ নেই আলভারেজের। তবে আরও কিছু সময় পেলে খুশি হতেন এই তারকা, 'বড় ম্যাচে বাইরে থাকাটা হয়তো কিছুটা বিরক্তিকর। সবসময় মাঠে নেমে দলকে সাহায্য করতে চায় খেলোয়াড়রা। তবে মৌসুমটা আমরা বেশ ভালো কেটেছে, তাই আমি খুব খুশি।'

নিজের ভবিষ্যতের কথা অলিম্পিক শেষে জানাতে চাইলেও এরমধ্যেই আলভারেজকে নিয়ে অনেক গুঞ্জনই উড়ছে ফুটবল মহলে। অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে আলোচনা চলছে বলেই সংবাদ প্রকাশ করেছে অনেক নামীদামী সংবাদমাধ্যম। 

এদিকে আলভারেজের দল ছাড়ার ভাবনার কথা জানেন কোচ পেপ গার্দিওলাও, 'আমি জানি, সে গুরুত্বপূর্ণ মুহূর্তে খেলতে চায়, কিন্তু অন্য খেলোয়াড়ও খেলতে চায়। আমাদের ১৮ থেকে ১৯ জন খেলোয়াড় আছে, যারা গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে চায়। আমি পড়েছি যে, সে এই বিষয়ে ভাববে। ঠিক আছে ভাবুক। এরপর সে আমাদের জানাবে যে কী করতে চায়।'

Comments

The Daily Star  | English

The wrongs of past 15yrs must be righted

The Daily Star spoke to BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir on a host of issues ranging from elections to media freedom 

15h ago