প্যারিস অলিম্পিক

র‍্যাঙ্কিং রাউন্ডে ৪৫তম হয়ে কঠিন প্রতিপক্ষের সামনে আর্চার সাগর

ছবি: প্রবীর দাস।

আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে প্যারিস অলিম্পিক। তবে কয়েকটি ইভেন্টের খেলা ইতোমধ্যে আয়োজিত হয়েছে। আর্চারিতে রিকার্ভ এককের র‍্যাঙ্কিং রাউন্ড সম্পন্ন হয়ে গেছে। যে র‍্যাঙ্কিংয়ের উপর ভিত্তি করে প্রতিপক্ষ নির্ধারিত হয়। বাংলাদেশের আর্চার সাগর ইসলাম ৬৪ জন প্রতিযোগীর মধ্যে ৪৫তম হয়ে পড়েছেন কঠিন প্রতিপক্ষের সামনে। গতবারের অলিম্পিকে রুপাজয়ী আর্চারের সঙ্গে তাকে লড়াইয়ে নামতে হবে শুরুতেই। 

বৃহস্পতিবার র‍্যাঙ্কিং রাউন্ডে সাগর মোট ৭২০ স্কোরের মধ্যে করেছেন ৬৫২ স্কোর। সেরা ৩২-এ যাওয়ার লড়াইয়ে বাংলাদেশি আর্চারকে মুখোমুখি হতে হবে র‍্যাঙ্কিং রাউন্ডে ২০তম হওয়া মাউরো নেসপোলির। গত টোকিও অলিম্পিকে ইতালির এই ক্রীড়াবিদ জিতেছিলেন রুপা। এবারের অলিম্পিকে র‍্যাঙ্কিং রাউন্ডে তার স্কোর ছিল ৬৭০। ৩১ জুলাই সাগর খেলবেন নেসপোলির বিপক্ষে। 

বাংলাদেশ থেকে এবার একমাত্র সাগর অলিম্পিকে সরাসরি সুযোগ পেয়েছেন। বাংলাদেশের অলিম্পিক ইতিহাসে তৃতীয় ব্যক্তি হিসেবে যা করতে সক্ষম হয়েছেন তিনি। এর আগে আরেক আর্চার রোমান সানা ও গলফার সিদ্দিকুর রহমান সরাসরি সুযোগ পেয়েছিলেন অলিম্পিকের আসরে। 

প্যারিস অলিম্পিকে র‍্যাঙ্কিং রাউন্ডে সাগর নিজের অবস্থান ৪৫-এর উপরে নিয়ে যেতে পারেননি। এই পারফরম্যান্স নিয়ে তার আপত্তি নেই যদিও, 'আমি আসলে আজকে ভালো শুরু করেছিলাম। কিন্তু আবহাওয়ার কারণে আমি একটা তীরের সঙ্গে ভুল করে ফেলেছিলাম। সবমিলিয়ে আজকের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট।'

পুরুষদের র‍্যাঙ্কিং রাউন্ডে প্রথম হয়েছেন দক্ষিণ কোরিয়ার কিম উ জিন। অলিম্পিকে সোনাজয়ী এই আর্চারের স্কোর ছিল ৬৮৬। ৬৮২ স্কোর নিয়ে দ্বিতীয় হয়েছেন দক্ষিণ কোরিয়ারই আর্চার কিম জি ডিওক। আর জার্মানির উনরাহ ফ্লোরিন তৃতীয় হয়েছেন ৬৮১ স্কোর করে।

Comments

The Daily Star  | English

What's causing the unrest among factory workers?

Kalpona Akter, labour rights activist and president of Bangladesh Garment and Industrial Workers Federation, talks to Monorom Polok of The Daily Star about the recent ready-made garments (RMG) workers’ unrest.

8h ago