প্যারিস অলিম্পিকের প্রথম বিশ্বরেকর্ড সিহিয়েওনের

প্যারিসে আনুষ্ঠানিকভাবে আসর এখনও শুরু না হলেও এরমধ্যেই নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন দক্ষিণ কোরিয়ার আর্চার লিম সিহিয়েওন।

অলিম্পিক গেমস মাঠে গড়াবে, আর নতুন রেকর্ড হবে না— এমনটা তো অবিশ্বাস্য। অলিম্পিকের প্রতিটি আসরেই রেকর্ড ভাঙা-গড়া চলে। প্যারিসে আনুষ্ঠানিকভাবে আসর এখনও শুরু না হলেও এরমধ্যেই একটি নতুন বিশ্ব রেকর্ড হয়ে গেছে। সেটা করেছেন দক্ষিণ কোরিয়ার আর্চার লিম সিহিয়েওন।

আনুষ্ঠানিকভাবে আগামীকাল শুক্রবার মাঠে গড়াতে যাচ্ছে 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত অলিম্পিক গেমস। তবে গতকাল বুধবারই ফুটবল ও রাগবি দিয়ে শুরু হয়ে গেছে এই আসর। আজ বৃহস্পতিবার শুরু হয়েছে আরও বেশ কিছু ইভেন্ট।

প্রথম দিনেই নারীদের ব্যক্তিগত রিকার্ভ আর্চারির র‍্যাঙ্কিং রাউন্ডে ৬৯৪ পয়েন্ট (সম্ভাব্য ৭২০ এর মধ্যে) নিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন সিহিয়েওন। এর আগের রেকর্ডটি ছিল কোরিয়ারই ক্যাং চেইয়ংয়ের। ২০১৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে এই রেকর্ড গড়েছিলেন তিনি।

তবে অলিম্পিক রেকর্ডটি আরও কম। টোকিও ২০২০ (২০২১ সালে অনুষ্ঠিত) অলিম্পিকে ৬৮০ পয়েন্ট তুলে এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন দক্ষিণ কোরিয়ার আরেক আর্চার আন সান।

এদিকে দলীয়ভাবেও অলিম্পিকের নতুন রেকর্ড গড়েছে দক্ষিণ কোরিয়া। ২০৪৬ পয়েন্ট অর্জন করেছে তারা। ১৯৯৬ পয়েন্ট নিয়ে এর আগের রেকর্ডটি ছিল চীনের।

Comments