বৃহস্পতিবার থেকে চট্টগ্রামে দু'দিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন মুমিনুল-মুশফিকরা
কারফিউয়ের কারণে চট্টগ্রামে কয়েকদিন হোটেলরুমে বন্দি ছিলেন বেশ কয়েকজন জাতীয় ক্রিকেটার। বন্দিদশা পার করে দুই দিন ধরে মাঠে অনুশীলন করতে পারছেন ক্রিকেটাররা। বৃহস্পতিবার থেকে দুই দলে ভাগ হয়ে দুই দিনের প্রস্তুতি ম্যাচও খেলতে নামবেন তারা।
পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ সামনে রেখে দুটি চার দিনের ম্যাচ খেলার কথা ছিলো বাংলাদেশ টাইগার্স ও এইচপি স্কোয়াডের খেলোয়াড়দের। টেস্ট দলের সবারই তাতে খেলার কথা ছিলো।
বদলে যাওয়া বাস্তবতায় এবার একটি দুদিন ও একটি তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলা হবে।
সময়মত ঢাকা থেকে চট্টগ্রাম যেতে না পারায় দুদিনের প্রথম ম্যাচে খেলতে পারছেন না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, লিটন দাসসহ কয়েকজন ক্রিকেটার। চট্টগ্রামে থাকা বাকিদের নিয়ে করা হয়েছে দুটি স্কোয়াড।
আগামী ৬ অগাস্ট পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ 'এ' দল। সেখানে তারা খেলবে দুটি চার দিনের ও তিনটি একদিনের ম্যাচ। ১৭ অগাস্ট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই টেস্টের সিরিজ খেলতে পাকিস্তান যাবে জাতীয় দল। ২১ অগাস্ট রাওয়ালপিন্ডি ও ৩০ অগাস্ট করাচিতে দ্বিতীয় টেস্ট খেলবে বাংলাদেশ - পাকিস্তান।
জাতীয় দলের টেস্ট সিরিজের আগে 'এ' দলের হয়ে পাকিস্তানে খেলতে যেতে পারেন জাতীয় দলের একাধিক প্রতিষ্ঠিত ক্রিকেটার।
দুই দিনের প্রস্তুতি ম্যাচের লাল ও সবুজ দল
লাল দল: এনামুল হক বিজয়, আব্দুল্লাহ আল মামুন, সাইফ হাসান, মুশফিকুর রহিম, খালিদ হাসান, আহরার আমিন পিয়ান, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, নাঈম আহমেদ, নাহিদ রানা, শফিকুল ইসলাম, হাবিবুর রহমান সোহান।
সবুজ দল: নাঈম শেখ, আশিকুর রহমান শিবলি, মজফিজুর রহমান রবিন, মুমিনুল হক, ইয়াসির আলি রাব্বি, প্রিতম কুমার, মেহরুব হোসেন, নাঈম হাসান, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, রুয়েল মিয়া, মেহেদী হাসান সোহাগ, শিহাব জেমস।
Comments