উত্তরায় অন্তত ৪ পুলিশ বক্সে আগুন, রাস্তায় নেমে চিকিৎসা দিচ্ছেন ডাক্তার-নার্স

আজ সকাল থেকে উত্তরার বিভিন্ন অংশে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
উত্তরার বিভিন্ন অংশে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। ছবি: নাঈমুর রহমান/স্টার

রাজধানীর উত্তরায় অন্তত চারটি পুলিশ বক্সে অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার সকাল থেকে উত্তরার বিভিন্ন অংশে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে অন্তত চারজন নিহত হয়েছেন এবং প্রায় ৫০০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

আহতরা উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আহতদের চিকিৎসা দিতে কয়েকটি হাসপাতালের চিকিৎসকদের রাস্তায় নেমে আসতে দেখা গেছে বলে ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী জানিয়েছেন।

চিকিৎসক ও নার্সরা চিকিৎসাসামগ্রী নিয়ে রাস্তায় এসে আহত ও রক্তাক্তদের প্রাথমিক চিকিৎসা দেন।

তিনি আরও জানান, সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত উত্তরায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ চলছিল। বিকেলের দিকে একপর্যায়ে আন্দোলনকারীদের ধাওয়ায় পুলিশ পিছু হটে।

আন্দোলনকারীরা রাজলক্ষ্মী, হাউসবিল্ডিং ও আজমপুরসহ চারটি পুলিশ বক্সে ভাঙচুর চালায় ও অগ্নিসংযোগ করে।

পুলিশ টিয়ারশেল-রাবার বুলেট-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

Comments

The Daily Star  | English

Govt to bar AL from ‘political participation’

The interim government will bar the Awami League and the like-minded  parties from participating in political activities, said the chief adviser’s office yesterday.

9h ago