আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্র বরিশাল

পুলিশের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় বরিশাল নগরী। ছবি: টিটু দাস/স্টার

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ।

আজ বুধবার দুপুর দেড়টার দিকে বরিশাল নগরের চৌমাথা এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর টিয়ারশেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ।

এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন এলাকায়। ফলে, উভয়পক্ষের সংঘর্ষে রণক্ষেরত্র রূপ নেয় বরিশাল নগরী।

ছবি: টিটু দাস/স্টার

দুপুর আড়াইটা পর্যন্ত থেমে থেমে পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। পুলিশ ধারাবাহিকভাবে টিয়ারসেল নিক্ষেপ করে যাচ্ছে।

কেন কোটা আন্দোলন বেড়েছে
ছবি: টিটু দাস/স্টার

সরকারি ব্রজমোহন কলেজ ছাড়াও আরও বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান, এমনকি স্কুলের শিক্ষার্থীরাও বিক্ষোভ সমাবেশে অংশ নেন।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও নিহতের প্রতিবাদে আজ সকাল ১১টা থেকে এই বিক্ষোভ সমাবেশ চলছে। এ সময়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে বরিশাল থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের সব যান চলাচল বন্ধ হয়ে যায়।

বন্ধ ঘোষণা করে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজ বিকেল ৩টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে।

ছবি: টিটু দাস/স্টার

তবে, শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা কোনোভাবেই হল ত্যাগ করবেন না।

নিহত শিক্ষার্থীদের গায়েবানা জানাজা ও কফিন মিছিলসহ বিভিন্ন কর্মসূচি দিয়েছেন তারা।

ছবি: টিটু দাস/স্টার

 

Comments

The Daily Star  | English

Mindless mayhem

The clashes between students of three colleges continued yesterday, leaving over 100 injured in the capital’s Jatrabari.

4h ago