জম্মু-কাশ্মীরে জঙ্গিবিরোধী অভিযানে ৫ ভারতীয় সেনা নিহত

ডোডা জেলায় জঙ্গিবিরোধী অভিযান শেষে ঘটনাস্থল পাহারা দিচ্ছেন এক ভারতীয় সেনা। ছবি: এএফপি
ডোডা জেলায় জঙ্গিবিরোধী অভিযান শেষে ঘটনাস্থল পাহারা দিচ্ছেন এক ভারতীয় সেনা। ছবি: এএফপি

ভারতের উত্তরাঞ্চলীয় কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় জঙ্গিদের সঙ্গে সংঘাতে এক অফিসারসহ পাঁচ ভারতীয় সেনা নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে এনডিটিভি ও বার্তাসংস্থা এএফপি। 

ঘটনার জেরে লোকসভার প্রধান বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী বলেন, 'জম্মু ও কাশ্মীরে মোদি সরকারের ভুল নীতির খেসারত দিচ্ছে সাধারণ মানুষ।'

সোমবারের এই এনকাউন্টারে ক্যাপ্টেন ব্রিজেশ থাপা, নায়েক ডি রাজেশ, সিপাহী বিজেন্দ্র ও সিপাহী অজয় নিহত হন। ভারতের সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে এই তথ্য জানিয়েছে।

পোস্টে জানানো হয়, এই চার সেনা ডোডায় জঙ্গি-বিরোধী অভিযানে অংশ নেওয়ার সময় নিহত হন। তারা জম্মু-কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রাণ দিয়েছেন বলে উল্লেখ করে ভারতের সেনাবাহিনী।

পোস্টে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার অঙ্গীকার জানায় সেনাবাহিনী।

কর্মকর্তারা এনডিটিভিকে জানায়, ভারতের সেনাবাহিনী ও জম্মু-কাশ্মীরের পুলিশ ডোডা জেলার ডেসা অঞ্চলে অভিযান শুরু করে। সেখানে জঙ্গিদের উপস্থিতির বিষয়ে তথ্য পাওয়ার পর এই অভিযান শুরুর উদ্যোগ নেওয়া হয়।

জম্মুর ডোডা জেলায় জঙ্গিবিরোধী অভিযান শেষে ঘটনাস্থল পাহারা দিচ্ছেন ভারতীয় সেনারা। ছবি: এএফপি
জম্মুর ডোডা জেলায় জঙ্গিবিরোধী অভিযান শেষে ঘটনাস্থল পাহারা দিচ্ছেন ভারতীয় সেনারা। ছবি: এএফপি

সোমবার রাতে সেনাবাহিনী এক্সে পোস্ট করে জানায়, 'রাত ৯টায় জঙ্গিদের সঙ্গে সংঘাত শুরু হয়েছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, এই সংঘাতে আমাদের কয়েকজন সাহসী যোদ্ধা আহত হয়েছেন।'

কর্মকর্তারা জানান, এই অভিযানে অন্তত পাঁচ সেনা গুরুতরভাবে আহত হন।

এর আগে, গত সপ্তাহে জম্মুর কাঠুয়া অঞ্চলে জঙ্গি হামলায় পাঁচ ভারতীয় সেনা নিহত হন।

১২ জন সেনাকে বহনকারী দুই ট্রাকে সমন্বিত হামলা চালায় জঙ্গি সদস্যরা। এতে পাঁচ সেনা নিহতের পাশাপাশি আরও পাঁচ সেনা আহত হন।

দুইটি ট্রাকের মাঝে ৫০০ মিটারের ব্যবধান ছিল। হামলায় জঙ্গিরা গ্রেনেড ও এম-ফোর অ্যাসল্ট রাইফেল ব্যবহার করে। রাইফেলে ইস্পাতের প্রলেপযুক্ত বর্মভেদী (আর্মার পিয়ারসিং) বুলেট ব্যবহার করে জঙ্গিরা, যা সংশ্লিষ্টদের মাঝে উদ্বেগের সৃষ্টি করেছে।

এর আগে পুঞ্চ ও রাজৌরি জেলায় জঙ্গি হামলা সীমাবদ্ধ থাকলেও এখন তা পুরো জম্মুতে ছড়িয়ে পড়েছে। কয়েক বছর আগেও এ অঞ্চলে এ ধরনের হামলার ঘটনা বিরল ছিল।

গত ৩২ মাসে জম্মুতে জঙ্গি হামলায় ৪৮ ভারতীয় সেনা নিহত হয়েছেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ অঞ্চলে অন্তত ৬০ জন বিদেশি, উচ্চ-প্রশিক্ষণপ্রাপ্ত যোদ্ধা জঙ্গিদের পক্ষে কাজ করছেন। যার ফলে এই প্রদেশের ১০ জেলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জম্মুতে জঙ্গিদের নিশ্চিহ্ন করতে সেনাবাহিনীর জঙ্গিবিরোধী সক্ষমতার পূর্ণ সদ্ব্যবহার করার নির্দেশ দেন।

 

Comments

The Daily Star  | English
BDR protest Kakrail today

Cops use water cannons to disperse protesting dismissed BDR members in Kakrail

Police barred them when they were marching towards the chief adviser’s residence, Jamuna

51m ago