কোপার ফাইনালের পর গ্রেপ্তার হন কলম্বিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি
কোপা আমেরিকা ফাইনালের দিন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জেরে গ্রেপ্তার হয়েছিলেন কলম্বিয়ার ফুটবল ফেডারেশনের সভাপতি রামন জেসেরুন ও তার ছেলে রামন জেসেরুন। নিরাপত্তকর্মীদের সঙ্গে মারামারির ঘটনায় তাদের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে।
পরে এই দুজনই জামিন নিয়ে মুক্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা পুলিশ জানায় হার্ড রক স্টেডিয়ামে ফাইনাল শেষে নিরাপত্তাকর্মীদের সঙ্গে মারামারিতে জড়ান তারা।
ম্যাচের পর রাত ১২টা ২০ মিনিটের দিকে সাদা পোশাকে থাকা একাধিক নিরাপত্তাকর্মীকে এই দুজন মারধোর করেছেন বলে পুলিশ জানিয়েছে। এক নিরাপত্তাকর্মীর ঘাড়ে বাড়ি মেরে তাকে কিল, ঘুষি মেরে ফেলে দেন তারা।
এই ঘটনায় বাবা-ছেলেকে গ্রেপ্তার করে অভিযোগ দায়ের করা হয়। পরদিন অবশ্য জামিন নিয়ে ছাড়া পান তারা। কলম্বিয়া ফুটবল ফেডারেশন এই ব্যাপারে কোন মন্তব্য করতে রাজী হয়নি।
আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যকার কোপার ফাইনালের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। খেলার আগে টিকিটবিহীন অনেক দর্শক প্রবেশ করেন মাঠে। এতে করে তিন দফায় এক ঘণ্টা ১৫ মিনিট পিছিয়ে যায় ম্যাচ।
নিরাপত্তা প্রশ্নে শঙ্কায় পড়া ম্যাচে অতিরিক্ত সময়ে গোলে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা।
Comments