কলম্বিয়ার নিজেদের নিয়ে গর্বিত হওয়া উচিত: এমিলিয়ানো

শিরোপার খুব কাছে গেছে গিয়ে হেরেছে কলোম্বিয়া। নির্ধারিত সময়ে জমাট লড়াই করে অতিরিক্ত সময়ে গোল হজম করে দলটি। তাতে নিজেদের কিছুটা দুর্ভাগা ভাবতেই পারেন কলম্বিয়ানরা। তবে পুরো আসরে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে দলটি। ফাইনালের পথে তারা পেছনে ফেলে এসেছে ব্রাজিল ও উরুগুয়ের মতো শক্তিশালী দলকেও। ফলে নিজেদের নিয়ে গর্বিত হওয়া উচিৎ বলেই মনে করেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।

মায়ামির হার্ডরক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার সকালে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় ও রেকর্ড ১৬তম বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র থাকার পর অতিরিক্ত সময়ের ২২তম মিনিটে বদলি খেলোয়াড় লাউতারো মার্তিনেজের গোলে হৃদয় ভাঙে কলম্বিয়ার।

তবে আর্জেন্টিনায় জন্ম নেওয়া নেস্তর লোরেঞ্জোর তাদের নিয়ে গর্বিত হওয়া উচিৎ বলে মনে করেন এমিলিয়ানো, 'কলম্বিয়া দুর্দান্ত খেলেছে, আমি তাদের বলেছি, তাদের দল নিয়ে গর্ব করা উচিত।'

বরাবরের মতো ফাইনালেও এদিন প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন এমিলিয়ানো। দারুণ কিছু সেভ করে রক্ষা করেছেন নিজের দলকে। ধরে রেখেছেন ক্লিনশিট। আসরে ছয় ম্যাচের পাঁচটিতেই ক্লিনশিট ছিল তাদের। তাতে কপার সেরা গোলরক্ষকের তকমাও মিলেছে তার। আর শিরোপা উঁচিয়ে ধরে চোটে পড়া লিওনেল মেসি ও বিদায়ী ম্যাচ খেলা আনহেল দি মারিয়াদের সঙ্গে উল্লাসে মাতেন তিনি।

ফাইনাল জিতে উচ্ছ্বাস লুকাতে পারেননি এই গোলরক্ষক, 'এই দলে দুইবার চ্যাম্পিয়ন হওয়া, দেশের জন্য খুবই দারুণ ব্যাপার। আমরা চেয়েছিলাম জনগণকে আরও একটি আনন্দময় দিন উপহার দিতে, আমরা এরজন্য অনেক চেষ্টা করেছি। তারা ভেবেছিল যে শিরোপা জিতে আমরা রিলাক্স করব, কিন্তু আমরা আবারও দেখিয়েছি আমরা কেমন দল।'

কোপা আমেরিকার শিরোপা ধরে রেখেই ক্ষান্ত হচ্ছেন না এমিলিয়ানো, এখনই নজর দিচ্ছেন আরও একটি শিরোপায়। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতা স্পেনকে হারিয়ে ফিনালিসিমায় চোখ তার, 'আমরা এখন স্পেনের বিপক্ষে ফিনালিসিমা খেলতে যাচ্ছি এবং আমাদের আরেকটি শিরোপা জয়ের সুযোগ রয়েছে। আমাদের সামনে আরও অনেক কিছুই রয়েছে।'

Comments

The Daily Star  | English

Not for kidney patient, they tried to rob bank for iPhones

Police say three robbers fabricated a story claiming that the robbery was to save a kidney patient

56m ago