অর্থ আত্মসাৎ মামলায় ড. ইউনূসসহ ১৪ জনের বিচার শুরু ৫ আগস্ট

ড. মুহাম্মদ ইউনূস। ছবি: স্টার

গ্রামীণ টেলিকম ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডের প্রায় ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার বিচার শুরুর জন্য ৫ আগস্ট দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত।

আজ সোমবার আদালতের বেঞ্চ সহকারী বেলাল হোসেন জানান, আত্মপক্ষ সমর্থনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম এ আদেশ দেন।

আজ সকাল ১১টার দিকে ড. ইউনূস তার আইনজীবীসহ আদালতে হাজির হন।

গত ১ ফেব্রুয়ারি ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা ও দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান।

ড. ইউনূস ছাড়া বাকি ১৩ আসামি হলেন—গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম, পরিচালক আশরাফুল হাসান, নাজনীন সুলতানা, পারভিন মাহমুদ, এম শাহজাহান, নুরজাহান বেগম ও এসএম হুজ্জাতুল ইসলাম লতিফী, শ্রমিক-কর্মচারি ইউনিয়নের সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান ও প্রতিনিধি মাওলানা হোসেন, জাতীয় শ্রমিক ফেডারেশনের দপ্তর সম্পাদক কামরুল হাসান, আইনজীবী জাফরুল হাসান শরীফ ও ইউসুফ আলী।

অভিযুক্ত ১৪ জনই বর্তমানে জামিনে রয়েছেন।

গত বছরের ৩০ মে গুলশান আনোয়ার ঢাকায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন।

 

Comments

The Daily Star  | English
The Indian media and Bangladesh-India relations

The Indian media and Bangladesh-India relations

The bilateral relationship must be based on a "win-win" policy, rooted in mutual respect, non-hegemony, and the pursuit of shared prosperity and deeper understanding.

13h ago