কুষ্টিয়ায় সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

কুষ্টিয়া
স্টার অনলাইন গ্রাফিক্স

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের এক বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ শনিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, ওই এলাকার মোশাররফের বাড়িতে নির্মিত সেপটিক ট্যাংকটি অনেকদিন ধরেই বন্ধ ছিল। আজ লিটন ও রাজন নামের দুই শ্রমিক সেখানে কাজ করতে নামলে ভেতরে জমে থাকা গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়।

ওসি বলেন, মৃত শ্রমিকদের মরদেহ এখন হাসপাতালে আছে আছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জানতে চাইলে মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার কবীর মিন্টু বলেন, 'সেপটিক ট্যাংকে নেমে অসুস্থ হয়ে পড়লে শ্রমিকদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অক্সিজেন সংকটে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।'

Comments

The Daily Star  | English

Internal democracy still a mirage

With their mass rallies and processions, slogans and posters echoing the will of their electorate, Bangladesh’s political parties project an air of vibrant democracy on the surface.

6h ago