১১৫ কোটি টাকা আত্মসাৎ: উপজেলা চেয়ারম্যানকে গ্রেপ্তারের নির্দেশ আদালতের
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার জন্য পুলিশের উপ-মহাপরিদর্শক, পুলিশ সুপার ও স্থানীয় থানাকে নির্দেশ দিয়েছেন আদালত।
পদ্মা ব্যাংকের ১১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে চলতি বছরের ৩০ এপ্রিল রামদা হোটেলের ব্যবস্থাপনা পরিচালক ও জেসিকা গ্রুপের চেয়ারম্যান জসিম উদ্দিনের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন আদালত।
আজ বুধবার চট্টগ্রাম অর্থঋণ আদালতের ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান আসামিকে গ্রেপ্তার করে আদালতে হাজির করতে পুলিশের ডিআইজি, পুলিশ সুপার ও স্থানীয় থানাকে আদেশ দেন।
পদ্মা ব্যাংকের প্যানেল আইনজীবী রায়হানুল ওয়াজেদ চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'অভিযুক্ত ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তৎকালীন ফার্মাস ব্যাংক (বর্তমান পদ্মা ব্যাংক) থেকে ঋণ খেলাপি হয়েছিলেন। দেশে ও বিদেশে তার বিপুল সম্পদ থাকলেও তিনি তার ঋণ পরিশোধ করছেন না। এর আগে উপজেলা পরিষদ নির্বাচনের আগেই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও সম্পদ বাজেয়াপ্তের আদেশ দেন আদালত।
আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত আড়াই মাসে স্থানীয় পুলিশ আদালতের আদেশ না মানায় আদালত এই আদেশ দিয়েছেন। আদেশের অনুলিপি সংশ্লিষ্ট থানায় পাঠানো হবে।'
এ বিষয়ে মামলার আসামি জসিম উদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
Comments