মুম্বাইয়ে ভারি বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত, রেড অ্যালার্ট

মুম্বাইয়ে ভারি বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ছবি: রয়টার্স
মুম্বাইয়ে ভারি বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ছবি: রয়টার্স

ভারতের মুম্বাই শহরের বেশ কিছু জায়গায় ভারি বর্ষণ অব্যাহত রয়েছে। ভারতের আবহাওয়া বিভাগের মুম্বাই শাখা আজ মঙ্গলবারের জন্য রেড অ্যালার্ট জারি করেছে।

আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে ভারতের গণমাধ্যম দ্য হিন্দু।

মহারাষ্ট্র রাজ্যের স্থানীয় সরকার আজ মুম্বাই, রত্নগিরি ও সিন্ধুদুর্গ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি দিয়েছে।

রাজ্যের বিধানসভায় মহারাষ্ট্র বিদ্যালয় শিক্ষামন্ত্রী দিপক কেসরকার এই ঘোষণা দেন।

সোমবার দিনভর ভারি বৃষ্টিপাতে মুম্বাইর জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে পানি জমে যাতায়াতে বিশেষ অসুবিধার মুখে পড়েন মুম্বাইবাসি। ট্রাফিক জ্যামে শহরটি কার্যত স্থবির হয়ে পড়ে। বেশ কিছু রেলপথ পানিতে ডুবে যাওয়ায় রেলযোগাযোগও বিঘ্নিত হয়।

বিমানবন্দরে বেশ কয়েকটি এয়ারলাইন্সের প্রায় ৫০টি ফ্লাইট বাতিল হয়।

মুম্বাইয়ে ভারি বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ছবি: রয়টার্স
মুম্বাইয়ে ভারি বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ছবি: রয়টার্স

তবে রেড অ্যালার্ট জারি সত্ত্বেও দুপুর নাগাদ বৃষ্টি কিছুটা কমে এসেছে।

আজ সকাল থেকে রেলপথগুলো থেকে পানি সরে যাওয়ায় আবারও রেলযোগাযোগ পূর্ণোদ্যমে শুরু হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, শহরতলীতে রেলসেবা সর্বোচ্চ পাঁচ থেকে ১০ মিনিট বিলম্বে চালু রয়েছে।

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ১২ জুলাই পর্যন্ত মুম্বাইয়ে বৃষ্টি অব্যাহত থাকবে। 

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

38m ago