শান্তর ওরকম কথার কারণ বিসিবির কেউ জানে না, বললেন পাপন

ছবি: ফিরোজ আহমেদ

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ দল কয়েক দিনে আগে দেশে ফিরেছে। তবে আফগানিস্তানের বিপক্ষে সুপার এইটের ম্যাচে রান তাড়ার ধরন নিয়ে নাজমুল হোসেন শান্ত ওরকম কথা কেন বলেছিলেন, সেই ব্যাপারে তার সঙ্গে এখনও কোনো আলোচনা হয়নি বিসিবি সভাপতির। নাজমুল হাসান পাপন আরও জানালেন, বোর্ড পরিচালকদের কেউই অধিনায়কের ওরকম ব্যাখ্যা দেওয়ার কারণ জানেন না।

সুপার এইটের প্রথম দুই ম্যাচে হারলেও বাংলাদেশের সামনে সুযোগ ছিল বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার। শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১১৬ রান তাড়া করতে হতো ১২.১ ওভারের মধ্যে। কিন্তু বৃষ্টিতে ১৯ ওভারে ১১৪ রানে নেমে আসা লক্ষ্যে তালগোল পাকিয়ে উল্টো টাইগাররা হেরে বসে ৮ রানে। ওই ম্যাচের পর অধিনায়ক শান্ত জানিয়েছিলেন, দ্রুত ৩ উইকেট হারানোর পর সেমিফাইনালের আশা বাদ দিয়ে কেবল জেতার চেষ্টা করেছিলেন তারা।

শান্তর অমন কথার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভে ফেটে পড়েছিলেন দেশের ক্রিকেটপ্রেমীরা। মঙ্গলবার বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ সম্মেলনে পাপন সেই প্রসঙ্গে বলেন, ক্রিকেট পরিচালনা বিভাগ কিংবা কোনো বোর্ড পরিচালকই জানেন না কারণ, 'আপনাদের অনেক প্রশ্নের উত্তর নির্দিষ্ট করে দিতে পারতাম যদি আমরা… ওদের (ক্রিকেটারদের) সঙ্গে আমি কথা বলতে পারতাম। আমি না … মানে বোর্ডে যারা আছে, পরিচালনা বিভাগ... ওরা কথা বলতে পারত। কারণ, আজকে বোর্ডে যাদেরকে জিজ্ঞাসা করেছি, তারা কেউ জানে না (শান্তর ওরকম কথার কারণ)। যাদেরকে জিজ্ঞাসা করেছি, তারা কেউই জানে না। এখন আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি একটা ব্যাপারে… আপনি যদি বলেন, আপনি জানেন না, তাহলে আমরা কি করব?'

'মৌলিক কিছু জিনিস কোচের রিপোর্ট থাকে। সেটা চাওয়া হয়েছে। যে কোনো সময় পেয়ে যাব। আরেকটা হলো, টিম ম্যানেজারের রিপোর্ট থাকে। সেটাও আমরা পাইনি। এই দুইটা পাওয়ার পরে আমরা কোচিং স্টাফ, অধিনায়কের সঙ্গে বসি, কয়েকজন সিনিয়র ক্রিকেটারের সঙ্গেও বসি। তো এখন পর্যন্ত এগুলোর একটাও হয়নি।'

রান তাড়ার পরিকল্পনা নিয়ে শান্ত যে ব্যাখ্যা দিয়েছিলেন, তা মানতে নারাজ বোর্ড প্রধান, 'আমি একটা ব্যাপারের উত্তর দিতে পারছি না। সেটা হলো, আমাদের অধিনায়ক বলেছে যে, ৩ উইকেট পড়ার পর আমরা চেষ্টা করিনি। এটা কিন্তু গ্রহণযোগ্য না। কিন্তু আমি যতক্ষণ খেলা দেখেছি, ততক্ষণ এমনটা মনে হয় নাই। যতক্ষণ পর্যন্ত তাওহিদ হৃদয় ছিল, ততক্ষণ ওরা চেষ্টা করেছে। মাহমুদউল্লাহ আর রিশাদও রশিদ খানকে ছয় মারতে গিয়ে আউট হয়েছে।'

'আমরা প্রথম থেকেই বলছি, ওর (শান্তর) এই কথার সঙ্গে আমরা একমত না। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। ১২ ওভার পর্যন্ত (আফগানিস্তানের বিপক্ষে) আমাদের লড়াই করা উচিত ছিল। দেখলাম যে, যখন রক্ষণাত্মক খেলার দরকার ছিল, তখন মেরে খেলেছে। আর যখন মেরে খেলার দরকার ছিল, তখন রক্ষণাত্মক খেলেছে।'

পাপনের মতে, সেমিফাইনাল ম্যাচের কন্ডিশন বিবেচনায় বাংলাদেশের সামনে থাকা লক্ষ্য ছিল অসম্ভবের পর্যায়ে, '১২ ওভারে ১১৫ রান টি-টোয়েন্টিতে করা কোনো ব্যাপারই না। এটা আমি মেনে নিচ্ছি। কিন্তু ওই উইকেটে কেউ কি ওই রান করতে পেরেছে? অস্ট্রেলিয়াও তো আফগানিস্তানের কাছে হেরেছে ওই উইকেটে। ওই কন্ডিশনটা সহজ ছিল না। কিন্তু ওরা (বাংলাদেশ ব্যাটাররা) চেষ্টা করেছে।'

Comments

The Daily Star  | English

What if the US election ends in a Trump-Harris tie?

While not highly likely, such an outcome remains possible, tormenting Americans already perched painfully on the edge of their seats ahead of the November 5 election

2h ago