ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিআরটিএর অভিযান, অ্যাম্বুল্যান্সসহ ৪ যানবাহন আটক
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৬টি মামলা দিয়েছে এবং চারটি যানবাহন আটক করেছে, যার মধ্যে একটি অ্যাম্বুলেন্সও রয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিসকাতুল তামান্না সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং সর্বমোট ৬০ হাজার ৯০০ টাকা জরিমানা করেন।
বিআরটিএ সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করতে এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়।
বিআরটিএর ট্রাফিক ইন্সপেক্টর মেহেদী ইকবাল বলেন, 'ভ্রাম্যমাণ আদালত ফিটনেস সার্টিফিকেট, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স না থাকায় মোট ১৬টি মামলা দিয়েছে।'
তিনি বলেন, 'মোবাইল কোর্ট চলাকালে তিনটি প্রাইভেট কার এবং একটি অ্যাম্বুলেন্স আটক করা হয়।'
Comments