অনুশীলনে ফিরেছেন মেসি, তবুও খেলা নিয়ে শঙ্কা

ইকুয়েডরের বিপক্ষে শুরুর একাদশে না থাকলেও দ্বিতীয়ার্ধে বেঞ্চ থেকে শুরু করতে পারেন মেসি

চোটের কারণে পেরুর বিপক্ষে মাঠে নামেননি লিওনেল মেসি। তবে স্বস্তির খবর চোট কাটিয়ে দলীয় অনুশীলনে ফিরেছেন এই মহাতারকা। সোমবার আর্জেন্টিনা দলের সঙ্গে প্রস্তুতি নিতে দেখা গিয়েছে তাকে। কিন্তু তারপরও ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কা রয়ে গিয়েছে বলে জানিয়েছেন আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামী শুক্রবার ইকুয়েডরের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা। কোপা আমেরিকার মিশন শুরুর আগে এই দলটির বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে তারা জিতেছিল ১-০ ব্যবধানে। আর কোপা আমেরিকায় ইকুয়েডরের বিপক্ষে এর আগে ১১ বারের মোকাবেলায় কখনোই হারতে হয়নি তাদের।

ডান পায়ের রেকটাস ফেমোরিসের স্ট্রেনের চোটে পুনর্বাসন চলছে মেসির। সময়ের সঙ্গেসঙ্গে ভালো বোধ করতে শুরু করেছেন। সোমবার দিনের শুরুতে মেসি বেশ কিছু 'কাইনেসিওলজি সেশন' করেন বলে জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ)। এরপর সতীর্থদের সঙ্গে দলীয় অনুশীলনে যোগ দেন মেসি।

অনুশীলনের ভিডিওগুলোতে দেখা গিয়েছে, ওয়ার্ম-আপের সময় লিওনেল স্কালোনির সতর্ক দৃষ্টিতে বল দিয়ে অনুশীলন করতে দেখা গিয়েছে মেসিকে। শেষ মুহূর্ত পর্যন্ত তার জন্য অপেক্ষা করবেন কোচ। টিওয়াইসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, শুরু থেকে না খেলতে পারলেও দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামতে পারেন মেসি।

গত বুধবার নিউজার্সিতে চিলির বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচে গলা ব্যথা ও জ্বর নিয়ে খেলেন মেসি। যে কারণে তাকে ভুগতেও দেখা গিয়েছে। বেশ কয়েকবার কড়া ট্যাকলের শিকার হন। ২৪তম মিনিটে হাত দিয়ে ইশারা দিয়ে চিকিৎসকদের সাহায্য নেন। প্রাথমিক চিকিৎসা শেষে ম্যাচ চালিয়ে গেলেও পরে তাকে ঊরুতে মালিশ করতে দেখা গিয়েছে তাকে। যদিও পরীক্ষায় বড় কোনো সমস্যা দেখা যায়নি তার।

Comments

The Daily Star  | English

BNP's meet with interim govt: Roadmap for polls demanded

The party also places several demands to Yunus, including removal of 'one or two' members of interim govt, removal of 'partisan judges'

5h ago