মেসির সঙ্গে স্কালোনিকেও পাচ্ছে না আর্জেন্টিনা

নিষেধাজ্ঞার সঙ্গে জরিমানাও করা হয়েছে আর্জেন্টিনার কোচকে

চিলির বিপক্ষে চোট সমস্যা নিয়ে মাঠ ছেড়েছিলেন লিওনেল মেসি। সেই চোটের কারণে পেরুর বিপক্ষে খেলা হচ্ছে না আর্জেন্টাইন অধিনায়কের। তবে আলবিসেলেস্তেদের জন্য ধাক্কা হয়ে এসেছে আরও একটি দুঃসংবাদ। এই ম্যাচে ডাগআউটে পাওয়া যাবে না কোচ লিওনেল স্কালোনিকেও। কানাডা ও চিলি দুই ম্যাচেই দেরি করায় তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে কনমেবল।

কানাডা ও চিলির বিপক্ষে টানা দুই জয়ে এরমধ্যেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে তাই বেঞ্চের খেলোয়াড় যাচাই করে দেখবেন বলে ঘোষণা দিয়েছিলেন স্কালোনি। সেক্ষেত্রে মেসির না থাকাটা স্বাভাবিকই ছিল এক অর্থে। সেখানে এবার থাকতে পারছেন না স্বয়ং কোচই।

স্কালোনির নিষেধাজ্ঞার খবর শুক্রবার দুপুরে এসে পৌঁছায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে। এমনকি ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও কথা বলতে পারবেন না এই আর্জেন্টাইন কোচ। তার নিষেধাজ্ঞায় আর্জেন্টিনার ডাগআউট সামলাবেন সহকারী কোচ পাবলো আইমার। এছাড়া সাধারণ সহযোগীদের মধ্যে আইমারের সঙ্গে থাকবেন ওয়াল্টার স্যামুয়েল এবং রবার্তো আয়ালা।

কোপা আমেরিকায় এবার দুই ম্যাচেই নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় নিয়েছে আর্জেন্টিনা। তবে চিহ্নিত হয়েছে অভিষেক ম্যাচটিই বেশি। সেদিন ২০ মিনিটেরও বেশি সময় নিয়েছিলেন এই কোচ। সেই ম্যাচ শেষে এরজন্য ক্ষোভও প্রকাশ করেছিলেন কানাডার কোচ জেসে মার্শ।

নিষেধাজ্ঞার সঙ্গে ১৫ হাজার ডলার জরিমানাও করা হয়েছে স্কালোনিকে। চিলির বিপক্ষে ম্যাচের হাফটাইমের ১৫ মিনিটে উপস্থিত থাকতে না পারায় এই শাস্তি পাচ্ছেন তিনি। সেই ম্যাচে খেলোয়াড়রা মাঠে ফিরতে অতিরিক্ত দুই মিনিট সময় নেয়। সেই ১২০ সেকেন্ড শাস্তিযোগ্য অপরাধের পুনরাবৃত্তি হয়ে ওঠে। যে কারণে স্কালোনিকে নিষেধাজ্ঞা এবং এএফএকে জরিমানা গুনতে হচ্ছে।

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

16m ago