বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে সিরাজগঞ্জের সৌর বিদ্যুৎ পার্ক

বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে সিরাজগঞ্জের সৌর বিদ্যুৎ পার্ক
সিরাজগঞ্জে যমুনা নদীর তীরে সৌর বিদ্যুৎ পার্ক | ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে যমুনা নদীর তীরে নির্মিত ৬৮ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রের বাণিজ্যিকভাবে উৎপাদন শুরুর প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

আশা করা হচ্ছে, আগামী ৩০ জুন থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।

বাংলাদেশের নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (এনডব্লিউপিজিসিএল) এবং চীনের প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন (সিএমসি) যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করেছে।

সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ এলাকায় যমুনা নদীর তীরে ২১৪ একর অনাবাদি জমিতে এই সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হয়েছে। এখানে বিনিয়োগ হয়েছে ৮৮০ কোটি টাকা।

প্রকল্পটির পরিচালক তানভীর রহমান বলেন, এখানে কাজ শুরু হয় ২০২৩ সালের ৯ জানুয়ারি। ইতোমধ্যে নির্মাণ কাজ শেষ হয়েছে। এখন কমিশনিংয়ের কাজ চলছে।

'সব কিছু ঠিক থাকলে আগামী ৩০ জুন বাণিজ্যিকভাবে উৎপাদনে যাবে সিরাজগঞ্জ ৬৮ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প,' বলেন তিনি।

তিনি আরও জানান, এখান থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ ১০ দশমিক দুই ইউএস সেন্ট (বর্তমান মূল্যে ১১ দশমিক ২০ টাকা) মূল্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কাছে বিক্রি করা হবে।

প্রসঙ্গত, দেশে বর্তমানে ১১টি সৌর বিদ্যুৎ প্রকল্প থেকে ৫৩৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

Comments

The Daily Star  | English

Cops get whole set of new uniforms

The Inspector General of Police (IGP) has issued a comprehensive new dress code titled Police Dress Rules, 2025, detailing rank-wise uniforms and accessories for all Bangladesh Police members.

6h ago