ইতালিকে নিয়ে উদ্বিগ্ন নন সুইজারল্যান্ডের কোচ

ইতালিকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল খেলবেন বলে বেশ আত্মবিশ্বাসী সুইস কোচ মুরাত ইয়াকিন

প্রতিপক্ষ চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। শক্তি ও সামর্থ্যে বেশ এগিয়ে দলটি। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন দলও তারা। কিন্তু তারপরও আজ্জুরিদের নিয়ে তেমন উদ্বিগ্ন নন সুইজারল্যান্ডের কোচ মুরাত ইয়াকিন। ইতালিকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল খেলবেন বলে বেশ আত্মবিশ্বাসী এই কোচ।

অবশ্য এবার নকআউট পর্বে উঠতে বেশ ঘাম ছুটে গিয়েছে ইতালির। ক্রোয়েশিয়ার সঙ্গে প্রায় হারতে হারতে ড্র করেছে দলটি। ফলে 'বি' গ্রুপে রানার্সআপ হয়ে শেষ ষোলো নিশ্চিত হয় তাদের। অন্যদিকে 'এ' গ্রুপে রানার্সআপ হয় সুইজারল্যান্ডও। বার্লিনের অলিম্পিয়াস্তাদিওনে আগামী শুক্রবার রাতে ইউরোর শেষ আটে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দলদুটি।

আগের দিন সুইস মিডিয়া আউটলেট এসআরএফকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়াকিন বলেছেন, 'আমরা বলতে পারি না আমরা ফেভারিট, কারণ আমরা ইতালির মুখোমুখি। কিন্তু জার্মানির বিপক্ষে ড্র আমাদের দারুণ আত্মবিশ্বাস দিয়েছে এবং আমরা তা লুকিয়ে রাখতে পারি না। আমরা ইতালির ম্যাচটি সতর্কতার সঙ্গে অনুসরণ করেছি। টেকটিস ও স্ট্রাটেজি বিশ্লেষণ করে সামনে আরও গভীরভাবে অনুসন্ধান করব।'

ইতালির বিপক্ষে মাঠে নামতে রীতিমতো মুখিয়ে আছেন জানিয়ে এই কোচ বলেন, 'সত্যি বলতে কি আমরা আর অপেক্ষা করতে পারছি না। তারা আনপ্রেডিক্টেবল, কিন্তু আমরা প্রস্তুত। এমনকি মানসিক দৃষ্টিকোণ থেকেও। এমন একটি ম্যাচে টিকে থাকার যথেষ্ট গুণ আমাদের কাছে রয়েছে। আমরা ইতালিকে নিয়ে খুব বেশি ভাবতে চাই না। এমনকি আমি উল্টো চিন্তা করছি কারণ সবকিছু আমাদের জন্য ভালো কাজ করছে।'

তবে ইতালিকে নিয়ে না ভাবলেও তাদের শক্তিকে খাট করে দেখছেন না সুইস কোচ, 'ইতালির একটি দুর্দান্ত লিগ রয়েছে যা আমি সত্যিই পছন্দ করি, খুব স্ট্রাটেজিক এবং টেকটিকাল। জাতীয় দলে দারুণ খেলোয়াড় আছে, এটা একটা বড় চ্যালেঞ্জ হবে। আমরা নিজেদের দিকে তাকাচ্ছি, তবে অবশ্যই আমাদের প্রতিপক্ষের দিকেও নজর দিতে হবে।'

'ইতালীয়দের শক্তি এবং দুর্বলতা কোথায় রয়েছে তার উপর নির্ভর করে। তাদের খেলার বিভিন্ন পন্থা রয়েছে, যা তাদের বিপজ্জনক করে তোলে। কিন্তু তারাও আমাদের কথা ভাববে। আমরা ভালো ফর্মে আছি, আমরা অপ্রত্যাশিত এবং আমরা এই ম্যাচ কিছু বের করার চেষ্টা করব,' যোগ করেন ইয়াকিন। 

নিজেদের শক্তিমত্তা নিয়েও কথা বলেছেন এই কোচ, 'উচ্চ তীব্রতা এবং দৌড়ানোর ইচ্ছা সম্প্রতি আমাদের শক্তিশালী করেছে। আমাদের সিস্টেম, আমাদের কৌশল কাজ করছে এবং আমাদের পাশে বিস্ময়ের উপাদানও রয়েছে এবং অবশ্যই আমাদের ভক্তরাও দারুণ। জার্মানির বিপক্ষে সংখ্যায় কম থাকা সত্ত্বেও আমাদের ভক্তরা অনেক প্রভাবশালী ছিল। ৯০ মিনিট আমাদের যেভাবে সমর্থন করেছিল তা দুর্দান্ত ছিল।'

Comments

The Daily Star  | English

World Bank to provide $300m for clean air project: Rizwana

This initiative aims to strengthen air quality management and reduce emissions from key sectors

1h ago