কোপা আমেরিকা থেকে ছিটকে গেলেন মেক্সিকোর অধিনায়ক

মাঠ ছাড়ার সময় কান্নায় ভেঙে পড়েছিলেন এদসন আলভারেজ। চোট যে গুরুতর তা ধারণা করা হয়েছিল তখন থেকেই। শেষ পর্যন্ত কোপা আমেরিকা থেকেই ছিটকে গেলেন মেক্সিকোর অধিনায়ক। হ্যামস্ট্রিংয়ে চোটে আসরের বাকি অংশ মিস করবেন তিনি।

গত শনিবার হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে জ্যামাইকার বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ের ম্যাচে চোট পান আলভারেজ। ম্যাচের ৩০ মিনিটের মাথায় ডান পায়ের হ্যামট্রিং ধরে মাঠ ছেড়ে যাওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন ওয়েস্টহ্যাম মিডফিল্ডার। পরীক্ষা নিরীক্ষার পর এদিন জানা গিয়েছে, এই আসরে আর খেলতে পারবেন না তিনি।

বাংলাদেশ সময় আগামীকাল বৃহস্পতিবার সকালে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে মেক্সিকো। এই ম্যাচের আগে সামাজিকমাধ্যমে পোস্ট করা ভিডিওতে আলভারেজ বলেছেন, 'আমার সতীর্থদের মতো আমারও সেই স্বপ্ন ছিল তবে কখনো কখনো ফুটবলে এই জিনিসগুলো ঘটে এবং আমাকে এই সব থেকে শিখতে হবে এবং বেড়ে উঠতে হবে।'

আসরে আর খেলার সুযোগ না থাকলেও দলের সঙ্গেই থাকবেন আলভারেজ, 'আমি শেষ পর্যন্ত দলের সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছি, তাদের সমর্থন এবং উত্সাহিত করার জন্য, যেমনটা আমি সবসময় করেছি। এখন মাঠের বাইরে আমার পালা হবে। এটি আমার পুনর্বাসনেও সাহায্য করবে এবং আমি যত তাড়াতাড়ি সম্ভব ফিরব।'

ভেনেজুয়েলার ম্যাচের পর আগামী রোববার ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে  গ্রুপ বি অভিযান শেষ করবে মেক্সিকো। এই গ্রুপে রানার্সআপ হলে দ্বিতীয় রাউন্ডে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের।  

Comments

The Daily Star  | English

No bank closures despite financial struggles: Salehuddin

The adviser made these remarks today during a press conference at the Secretariat in Dhaka

1h ago