লাউতারোর শেষ সময়ের গোলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
আর্জেন্টিনাকে আটকে দিতে তুমুল চেষ্টা চালালো চিলি। তাদের শক্ত প্রতিরোধ ভেঙে গেল একদম শেষ সময়ে এসে। বদলি নেমে আর্জেন্টিনাকে দারুণ জয়সূচক গোল পাইয়ে দিলেন লাউতারো মার্টিনেজ। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠে গেল লিওনেল মেসির দল।
নিউ জার্সিতে বাংলাদেশ সময় বুধবার সকালে চিলিকে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা। ৮৮ মিনিটে ম্যাচ জেতানো গোল করেন লাউতারো।
ম্যাচের শুরু থেকে প্রবল আক্রমণে দাপট দেখাতে থাকে আর্জেন্টিনা। প্রথমার্ধেই চিলির গোলমুখে নেয় ১৩টি শট। বিফলে যাওয়া এসব সুযোগের হতাশা বাড়তে থাকে বিরতির পরও। দলের সেরা তারকা মেসিও ৬৮ মিনিটে হারান সুযোগ।
আর্জেন্টিরার প্রবল আক্রমণের তোড় শুষে বার কয়েক আক্রমণে যায় চিলিও। এমনকি গোলও পেতে পারত তারা। ৭০ থেকে ৭৩ মিনিটে এমিলিয়ানো মার্টিনেজ দুবার বাঁচান দলকে। চিলির মিডফিল্ডার রদ্রিগো এচেভেরিয়ার নেওয়া শট দারুণভাবে আটকান এমিলিয়ানো, তিন মিনিট পর আবার এচেভেরিয়ার শট রুখে দলকে স্বস্তি দেন তিনি।
আসল স্বস্তি দিয়েছেন লাউতারো। বদলি নেমে ৮৮ মিনিটে কর্নার থেকে বক্সে জটলায় পড়া বল আসে ফাঁকায় দাঁড়ানো এই ফরোয়ার্ডের কাছে। কোন ভুল করেননি তিনি। ভিএআর পরীক্ষার পর গোলটি বৈধ রাখা হয়। হাঁফ ছেড়ে বাঁচে লিওনেল স্কালোনির শিষ্যরা।
প্রথম ম্যাচে কানাডাকে ২-০ গোলে হারানোর পর এবার চিলির বিপক্ষে জয়। এই জয়ে 'এ' গ্রুপে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। গ্রুপের আরেক ম্যাচে পেরুকে ১-০ গোলে হারিয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালের দৌঁড়ে এগিয়ে গেছে কানাডা।
Comments