কানাডার বিপক্ষে যেমন হচ্ছে আর্জেন্টিনার একাদশ
অনেক দিন থেকেই ফিফা র্যাঙ্কিংয়ের এক নম্বর দল আর্জেন্টিনা। দারুণ ছন্দেও আছে দলটি। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন তারা। কোপা আমেরিকার শিরোপাধারীও আলবিসেলেস্তেরা। আর সেই শিরোপা ধরে রাখার মিশনে আসরের শুরুতেই মাঠে নামছে দলটি।
আটলান্টার মার্সিডিজ-বেঞ্চ স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামীকাল শুক্রবার (২১ জুন) ভোরে কোপা আমেরিকার 'এ' গ্রুপের ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে কানাডা ও আর্জেন্টিনা। এই ম্যাচ দিয়ে শুরু হতে ২০২৪ সালের এই মহাদেশীয় আসর।
তবে এই ম্যাচের জন্য একাদশ এখনও নির্বাচন করেননি বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। কিছু জায়গা নিয়ে কিছুটা সন্দেহ রয়েছে কোচ স্কালোনির। মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে নাও খেলাতে পারেন তিনি। তার জায়গায় লিয়েন্দ্রো পেরেদেসে আস্থা রাখতে পারেননি। এছাড়া প্রথম একাদশে থাকছেন রদ্রিগো দি পল ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্তার।
অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে শুরুর একাদশে থাকছেন আনহেল দি মারিয়া। তবে সেন্টার স্ট্রাইকার হিসেবে কিছুটা দ্বিধায় আছেন স্কালোনি। সবশেষ গুয়েতেমালার বিপক্ষে জোড়া গোল করা লাউতারো মার্তিনেজই পছন্দ তার। তবে ভাবছেন হুলিয়ান আলভারেজকে নিয়েও।
রক্ষণভাগে অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দিকে বেঞ্চে রেখে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা দুই সেন্টার ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেজ থাকতে পারেন প্রথম একাদশে। ফুলব্যাক হিসেবে নাহুয়েল মোলিনা ও নিকোলাস তাগলিয়াফিকোকে পছন্দ স্কালোনির।
কানাডার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো দি পল, লিয়েন্দ্রো পেরেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্তার; আনহেল দি মারিয়া, লিওনেল মেসি ও লাউতারো মার্তিনেজ।
কোচ: লিওনেল স্কালোনি।
Comments