কন্তের উচ্ছ্বসিত প্রশংসায় ফরাসি কোচ

দুই বছর পর ফ্রান্স জাতীয় দলে ফিরলেন এনগোলো কন্তে। কিন্তু ম্যাচে তার প্রভাব দেখা গেল না সামান্যও। পুরো মাঠেই ছিল তার সরব উপস্থিতি। অসাধারণ পারফরম্যান্সে অস্ট্রিয়ার বিপক্ষে জয়ের নায়ক এই মিডফিল্ডারই। ম্যাচ শেষে তাই কোচ দিদিয়ার দেশমের উচ্ছ্বসিত প্রশংসাই পেলেন তিনি।

জার্মানির ডাসেলডার্ফ অ্যারেনায় বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের 'ডি' গ্রুপের ম্যাচে অস্ট্রিয়াকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে ফ্রান্স। তবে ফলাফল হতে পারতো ভিন্নও। পাল্টা আক্রমণে দারুণ কিছু সুযোগ পেয়েও গোল দিতে পারেনি অস্ট্রিয়া। তার অনেকগুলোই নস্যাৎ করে দিয়েছেন এই কান্তে।

ম্যাচ শেষে কন্তের পারফরম্যান্সের প্রসঙ্গ উঠলে কোচ দেশম বলেন, 'কন্তের পারফরম্যান্স? আপনারা তাকে দেখেছেন। আমরা তাকে ফিরিয়ে আনার ব্যাপারে নিশ্চিত ছিলাম। সে স্মার্ট… সে আজ সত্যিই আলো ছড়িয়েছে এবং আমাদের এটা প্রয়োজন ছিল।'

চোটের কারণে ২০২২ কাতার বিশ্বকাপে খেলতে পারেননি কন্তে। এরপর আর তাকে জাতীয় দলে দেখা যায়নি। মাঝে ইউরোপ ছেড়ে পারি দেন সৌদি প্রো লিগে। সেখানেও ইনজুরির থাবা ছিল। তবে সাম্প্রতিক সময় চোট কাটিয়ে খেলছিলেন নিয়মিত। তবে ফ্রান্সের ইউরো দলে জায়গা পাবেন এমনটা ভাবেননি খুব বেশি মানুষ। তবে ঠিকই তাকে নিয়ে আসেন দেশম।

দীর্ঘদিন তাকে ফেরানোর কারণও ব্যাখ্যা করে এই কোচ বললেন, 'এইজন্যই তাকে (কন্তে) নিয়ে এসেছি। আমি নিশ্চিত হয়েছিলাম যে সে তার অ্যাথলেটিক উপায়গুলো পুনরায় আবিষ্কার করেছে... তার কৌশলগত বুদ্ধিমত্তা আছে, বল জিতে আবার এগিয়ে যাওয়ার ক্ষমতা আছে। সে জ্বলে উঠেছে। তিনি অ্যাড্রিয়েন রাবিওর সঙ্গে ভালো জুটি হয়েছে।'

এদিকে চোট পেয়ে কিলিয়ান এমবাপে মাঠ ছাড়ার পর অধিনায়কত্বের আর্মব্যান্ড দেওয়া হয় কন্তেকে। এমনটা প্রত্যাশা করেননি এই মিডফিল্ডার, 'আমি এটা প্রত্যাশা করিনি। বিষয়টি সম্মানের ছিল। ম্যাচের শুরুতে আমি কিছুটা অস্বস্তিতে ছিলাম কিন্তু আবার সেই পুরনো অনুভূতি উপভোগ করেছি। আমরা অস্ট্রিয়ানদের জন্য কাজটা কঠিন করতে চেয়েছিলাম এবং আমার বিশ্বাস এটা বেশ ভালোভাবেই হয়েছে।'

Comments

The Daily Star  | English

BNP will form national government if elected: Fakhrul

"If we are elected, we will not run the country alone... So, where is the problem? Where is the doubt?" said Fakhrul at a discussion

3h ago