ময়ূরাক্ষীর রহস্যঘেরা এক মিনিট ১৬ সেকেন্ড

‘লাস্ট কিস’র একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

প্রকাশ্যে এলো ঈদের সিনেমা 'ময়ূরাক্ষী'র নতুন ভিডিও কনটেন্ট। নির্মাতা এই কনটেন্টের নাম দিয়েছেন 'লাস্ট কিস'।

এক মিনিট ১৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, হাসপাতালের লবি দিয়ে লাশের ট্রলি নিয়ে যাচ্ছেন এক হাসপাতাল কর্মী। অন্য একটি দৃশ্যে দেখা যায়, চিত্রনায়িকা ববি একটা বাথটাবে শুয়ে ধূপমান করছেন। সেসময় ফোন কল আসে, এরপর তিনি রহস্যের হাসি হাসতে থাকেন।

দর্শকের জন্য ময়ূরাক্ষী নির্মাতা রাশিদ পলাশ কী রহস্য রেখে দিলেন, সেটাই এখন দেখার পালা।

এরই মধ্যে ঈদের এই সিনেমার পোস্টার, টিজার এবং 'পিরিতির বাজার' গান প্রকাশিত হয়েছে।

পরিচালক রাশিদ পলাশ বলেন, 'আমরা দর্শকের জন্য একের পর এক চমক নিয়ে এসেছি। আমরা আসলে কী করতে যাচ্ছি তার কিছুটা ঝলক দেখানো বলতে পারেন। ঈদের সিনেমা যেন মানুষ আনন্দ নিয়ে দেখতে পারেন, সে চেষ্টা আছে আমাদের।'

'ময়ূরাক্ষী'তে জুটি হয়ে অভিনয় করেছেন চিত্রনায়িকা ববি ও অভিনেতা সুদীপ বিশ্বাস দ্বীপ।

প্রেম ও প্রতারণার সত্য ঘটনা অবলম্বনে 'ময়ূরাক্ষী'র গল্প ও চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী।

রোমান্টিক ঘরানার থ্রিলার ধাঁচের ছবিটিতে আরও অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, প্রণব ঘোষ, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খানসহ অনেকেই।

সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। গান গেয়েছেন মুহিন খান, পূর্ণতা, তরসা, জাহিদ নিরব ও শাকিলা সাকি।

Comments

The Daily Star  | English
Rizvi criticizes PR system in elections

PR system a threat to democracy: Rizvi

Under the PR system, the party, not the people, will choose MPs, he says

1h ago