অর্থ আত্মসাৎ: সাবেক কর কমিশনার ওয়াহিদা রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক কর কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরী। ছবি: সংগৃহীত

অর্থ আত্মসাতের মামলায় সাবেক কর কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকার এক আদালত।  

তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ১৫২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

আজ বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক মো. শাহ আলম শেখের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আশ-শামস জগলুল হোসেন এ আদেশ দেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, মামলার কারণে গ্রেপ্তার এড়াতে ওয়াহিদা রহমান চৌধুরীর দেশত্যাগের সম্ভাবনা রয়েছে। তিনি দেশত্যাগ করলে তদন্ত ব্যাহত হবে। তাই তার ভ্রমণ নিষেধাজ্ঞা প্রয়োজন।

শুনানি শেষে বিচারক এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নিতে পুলিশ কর্তৃপক্ষকে আদেশপত্রটি স্পেশাল ব্রাঞ্চ (ইমিগ্রেশন) প্রধানের কাছে পাঠানোর নির্দেশ দেন।

 

Comments

The Daily Star  | English

The end of exemption?

TRIPS waiver end poses dual challenge: legal and technological

20h ago