দিনাজপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ২

রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে ইজিবাইকের চালকসহ দুই জন নিহত হয়েছেন।  

পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার বড়াইহাটে সকাল সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তবে নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার আমবাড়ী থেকে ব্যাটারিচালিত ইজিবাইক ৩ জন যাত্রী নিয়ে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দিকে যাচ্ছিল। ইজিবাইকটি দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার বড়াইহাট গ্রামে পৌঁছালে দিনাজপুরগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী যাত্রী ও ইজিবাইকের চালক মারা যান। আহত হন আরও দুই জন।

খবর পেয়ে ফুলবাড়ী উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে একজনকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ও অপর আহত যাত্রীকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়।

ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজাদ জানান, আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক।

ট্রাকটিকে আটক করলেও দুর্ঘটনার পর এর চালক ও হেলপার পালিয়ে গেছেন।

Comments

The Daily Star  | English
US dollar price rises

Explanations sought from 13 banks for higher USD rate

BB issued letters on Dec 19 and the deadline for explanation ends today

35m ago